Tilapia(Telapia) Fish Effect: মাছের বাজারে গিয়েই টাটকা এই মাছ খোঁজেন, একটু একটু করে মৃত্যু ডেকে আনছে, শরীরে বাসা বাঁধবে মারণ রোগ
- Published by:Debalina Datta
- trending-desk
Last Updated:
Tilapia(Telapia) Fish Effect: রোজ তেলাপিয়া খাচ্ছেন? শরীরে ধীরে ধীরে বাসা বাঁধছে ক্যানসার, ডাইঅক্সিন কতটা ক্ষতিকর জানুন
advertisement
advertisement
advertisement
তেলাপিয়া মাছের শরীরে ডাইঅক্সিন ছড়িয়ে পড়ার অনেক কারণ রয়েছে। এই রাসায়নিক মূলত দূষিত জলাশয় থেকে মাছের শরীরে ঢোকে। তেলাপিয়া এমন পরিবেশেও বেঁচে থাকতে পারে যেখানে জলের গুণমান অতটাও ভাল নয়। এছাড়া, খাদ্যের মাধ্যমেও মাছের শরীরে ডাইঅক্সিন প্রবেশ করতে পারে, যদি তারা শৈবাল বা ছোট জলজ প্রাণী খায়, যেগুলো আগে থেকেই দূষিত।
advertisement
advertisement
এখানেই শেষ নয়। ডাইঅক্সিনের কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ফলে প্রজনন সমস্যা, জন্মগত ত্রুটি ও বিকাশজনিত জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে ডাইঅক্সিনযুক্ত খাবার খেলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। লিভারেরও ক্ষতি হয়। গবেষণায় দেখা গিয়েছে, ডাইঅক্সিনের দীর্ঘমেয়াদি সংস্পর্শে থাকলে মানসিক সমস্যাও দেখা দিতে পারে।
advertisement