Finger Reveals Personality: শুধু আঙুলের গঠন দেখেই মুহূর্তে বুঝে নেওয়া যায় চরিত্র? জানুন কীভাবে চিনবেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Finger Reveals Personality: শুধুমাত্র আঙুল দেখেই কিন্তু বলে দেওয়া যায় আপনি কেমন স্বভাবের, প্রেমে কতটা গভীর।
হাতের রেখার মধ্যে যেমন ব্যক্তির ভবিষ্যৎ লুকিয়ে থাকে, তেমনই হাতের আঙুলও ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানিয়ে থাকে। শুধুমাত্র আঙুল দেখেই কিন্তু বলে দেওয়া যায় আপনি কেমন স্বভাবের, প্রেমে কতটা গভীর। ঋষি সমুদ্র এই শাস্ত্রের রচনা করেন বলে একে সমুদ্র শাস্ত্র বলা হয়। সমুদ্রশাস্ত্র অনুযায়ী, ব্যক্তির শরীরের গঠন দেখে তাঁদের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। ঋষি সমুদ্র শাস্ত্র-মতে আঙুলের আকার দেখে ব্যক্তির চরিত্র, স্বভাব ও ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়।
advertisement
পাতলা আঙুল- জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে জাতকদের আঙুল পাতলা, তাঁরা সুস্বাস্থ্যের অধিকারী হন। তাঁরা সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকেন। অন্যের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করেন না তাঁরা। ভালোভাবে সম্পর্ক পালন করতে জানেন তাঁরা। অন্যের সুখ-দুঃখ সম্পর্কে চিন্তাভাবনা করে থাকেন। উন্মুক্ত বিচারধারার হন এই জাতকরা। পাশাপাশি স্বচ্ছ মনের মানুষ হন। সকলকে আনন্দিত করতে সচেষ্ট থাকেন তাঁরা।
advertisement
মোটা আঙুল- আবার মোটা ও ভরাট আঙুলের জাতকরা কাজ ও সম্পর্কের বিষয় অধিক গম্ভীর প্রকৃতির হন। তবে তাঁরা কৃপণ হয়ে থাকেন। অর্থ সঞ্চয় করতে পারেন এই জাতকরা। অপেক্ষাকৃত রাগী স্বভাবের হন তাঁরা। সামান্য কথাতেও অনেক সময় রেগে যেতে দেখা যায় তাঁদের। কনিষ্ঠা ও অনামিকার দৈর্ঘ্য সমান হলে এমন জাতক রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন। ভালো রাজনীতিজ্ঞ হন তাঁরা।
advertisement
advertisement
advertisement