Benefits of Makhana : মুচমুচে স্বাদেই কমবে ওজন! রোগা থাকতে ডায়েটে রাখুন পদ্মবীজ বা মাখানা

Last Updated:
Benefits of Makhana : ফাইবারসমৃদ্ধ মখানা লো-ক্যালরির ৷ তাই ওজন না বাড়িয়ে খিদে মেটাতে এই খাবার জুড়িহীন ৷
1/8
বাঙালি খাবারে খুব বেশি প্রচলন না থাকলেও ভারতের অন্য অংশের রান্নায় পদ্মবীজ বা মখানার বড় ভূমিকা আছে ৷ ফাইবারসমৃদ্ধ মখানা লো-ক্যালরির ৷ তাই ওজন না বাড়িয়ে খিদে মেটাতে এই খাবার জুড়িহীন ৷ জানিয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক সিদ্ধার্থ গুপ্তা৷
বাঙালি খাবারে খুব বেশি প্রচলন না থাকলেও ভারতের অন্য অংশের রান্নায় পদ্মবীজ বা মখানার বড় ভূমিকা আছে ৷ ফাইবারসমৃদ্ধ মখানা লো-ক্যালরির ৷ তাই ওজন না বাড়িয়ে খিদে মেটাতে এই খাবার জুড়িহীন ৷ জানিয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক সিদ্ধার্থ গুপ্তা৷
advertisement
2/8
প্রোটিন ও ফাইবার ছাড়াও পদ্মবীজে আছে ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাস ৷ এই উপাদান একাধিক অসুখের হাত থেকে আমাদের রক্ষা করে ৷ আমাদের দেহের হাড় মজবুত করে ৷
প্রোটিন ও ফাইবার ছাড়াও পদ্মবীজে আছে ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাস ৷ এই উপাদান একাধিক অসুখের হাত থেকে আমাদের রক্ষা করে ৷ আমাদের দেহের হাড় মজবুত করে ৷
advertisement
3/8
পদ্মবীজে আছে ম্যাগনেসিয়াম ৷ এর ফলে আমাদের পেশির নমনীয়তা ও স্নায়ুর কার্যকারিতা বাড়ে ৷
পদ্মবীজে আছে ম্যাগনেসিয়াম ৷ এর ফলে আমাদের পেশির নমনীয়তা ও স্নায়ুর কার্যকারিতা বাড়ে ৷
advertisement
4/8
প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট থাকায় হৃদরোগ, ক্যানসার, মধুমেহ, ও আর্থ্রাইটিসের হাত থেকে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে পদ্মবীজ ৷
প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট থাকায় হৃদরোগ, ক্যানসার, মধুমেহ, ও আর্থ্রাইটিসের হাত থেকে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে পদ্মবীজ ৷
advertisement
5/8
ডায়েটে পদ্মবীজ বা মখানা নিত্য উপস্থিতিতে ত্বক টানটান থাকে ৷ ত্বকে চট করে বয়সের ছাপ পড়ে না ৷
ডায়েটে পদ্মবীজ বা মখানা নিত্য উপস্থিতিতে ত্বক টানটান থাকে ৷ ত্বকে চট করে বয়সের ছাপ পড়ে না ৷
advertisement
6/8
পদ্মবীজ নিয়মিত খেলে দেহে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত থাকে৷
পদ্মবীজ নিয়মিত খেলে দেহে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত থাকে৷
advertisement
7/8
পদ্মবীজে ফ্যাটের মাত্রা খুব কম ৷ তাই যাঁদের ওজন বেশি তাঁরা ডায়েটে রাখুন এর তৈরি স্ন্যাক্স ৷ ফর ফলে আপনার চোখের খিদে মিটবে ৷ আবার ক্যালরি সঞ্চিত হয়ে ওজন বৃদ্ধির ভয়ও থাকবে না ৷
পদ্মবীজে ফ্যাটের মাত্রা খুব কম ৷ তাই যাঁদের ওজন বেশি তাঁরা ডায়েটে রাখুন এর তৈরি স্ন্যাক্স ৷ ফর ফলে আপনার চোখের খিদে মিটবে ৷ আবার ক্যালরি সঞ্চিত হয়ে ওজন বৃদ্ধির ভয়ও থাকবে না ৷
advertisement
8/8
বাংলার বাইরে ক্ষীর ও অন্যান্য মিষ্টিতে মখানা ব্যবহার করা হয় ড্রাই ফ্রুটসের সঙ্গে ৷ পাশাপাশি, এটা দিয়ে বানিয়ে নিতে পারেন পাপড়ি চাটের মতো চটজলদি মুখরোচক স্ন্যাক্সও ৷
বাংলার বাইরে ক্ষীর ও অন্যান্য মিষ্টিতে মখানা ব্যবহার করা হয় ড্রাই ফ্রুটসের সঙ্গে ৷ পাশাপাশি, এটা দিয়ে বানিয়ে নিতে পারেন পাপড়ি চাটের মতো চটজলদি মুখরোচক স্ন্যাক্সও ৷
advertisement
advertisement
advertisement