এক রাত্তিরেই উধাও হবে ব্রণ! কোন জাদুকাঠিতে জানতে চান?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অনেক সময় কিছু সাধারণ পদ্ধতি মেনে চললে অ্যাকনে, পিম্পল বা ব্রণ কমে যায়।
একটা কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনার সেজেগুজে যাওয়ার কথা! আর আপনি সকালে উঠে দেখলেন ডান গালে একটা মুসুর ডালের বড়ার মতো পিম্পল! ব্রণ! সে যে কী বিষম বস্তু, সে যাঁর না হয়েছে তিনি বুঝবেন না। আর তার পরেই লম্ফঝম্প! এই ক্রিম, সেই লোশন, ঠাকুমার মলম আর পিসিমার টোটকা। তাতে যে একেবারেই কাজ হয় না তা নয়! তবে দু'দিন পরে আবার অন্য গালে পিম্পলের আগমন ঘটে!
advertisement
অনেক সময় কিছু সাধারণ পদ্ধতি মেনে চললে অ্যাকনে, পিম্পল বা ব্রণ কমে যায়। বেশি করে জল পান করলে, সুষম ডায়েট মানলে এবং অবশ্যই জাঙ্ক খাবার এড়িয়ে চললে ব্রণ এমনিতেই কমে যায়। তবে সেটা রাতারাতি হুড়মুড় করে হবে না। সময় লাগবে। কিন্তু আমরা বলছি অন্য কথা। যদি আপনার এত ধৈর্য না থাকে, তা হলে এই চটজলদি টোটকাগুলো ট্রাই করে দেখুন। এক রাত্তিরেই আপনার ব্রণ ছু' মন্তর হবেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে কী জানেন তো, ব্রন বা পিম্পল হল ভারি নাছোড়বান্দা ব্যাপার। যায় আর আসে। তাই আপনাকে বাড়তি সতর্ক থাকতে প্রতি দিনের স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে। চেষ্টা করবেন বেশি রাসায়নিকযুক্ত কোনও বিউটি প্রোডাক্ট ব্যবহার না করতে। আর সবশেষে রইল সাবধান বাণী- ব্রন হলেই সেটা হাত দিয়ে টিপে বা খুঁটে দেখার বিচ্ছিরি অভ্যেসটা এ বার ত্যাগ করুন। দাগ শুধু চাঁদেই ভাল লাগে, আপনার মুখে একেবারেই নয়!
