রান্নাঘরেই লুকিয়ে আছে বহু রোগের সহজ সমাধান। সামান্য অসুখেই বাজার চলতি ওষুধ না খেয়ে ঘরোয়া টোটকার সাহায্য নিলে এড়ানো যায় পার্শ্বপ্রতিক্রিয়া। এমনই এক উপকারি ঘরোয়া ওষুধ হল মৌরীর জল। জেনে নেওয়া যাক মৌরির একাধিক উপকারিতা ৷ মা -ঠাকুমার রান্নাঘর থেকেই আসে এই মশলা আর এটাকেই এই জেট যুগেও ব্যবহার করেই ফায়দা পেতে পারেন৷