হোম » ছবি » লাইফস্টাইল » মা -ঠাকুমার টোটকায় কামাল, সস্তায় প্রতিদিন এক গ্লাস! বহু রোগ দূরে রাখে সহজেই

Fennel seeds water : মা -ঠাকুমার টোটকায় কামাল, সস্তায় প্রতিদিন এক গ্লাস! বহু রোগ দূরে রাখে সহজেই

  • 17

    Fennel seeds water : মা -ঠাকুমার টোটকায় কামাল, সস্তায় প্রতিদিন এক গ্লাস! বহু রোগ দূরে রাখে সহজেই

    রান্নাঘরেই লুকিয়ে আছে বহু রোগের  সহজ  সমাধান। সামান্য অসুখেই বাজার চলতি ওষুধ না খেয়ে ঘরোয়া টোটকার সাহায্য নিলে এড়ানো যায় পার্শ্বপ্রতিক্রিয়া। এমনই এক উপকারি ঘরোয়া ওষুধ হল মৌরীর জল। জেনে নেওয়া যাক  মৌরির একাধিক উপকারিতা ৷ মা -ঠাকুমার রান্নাঘর থেকেই আসে এই মশলা  আর এটাকেই এই জেট যুগেও ব্যবহার করেই ফায়দা পেতে পারেন৷

    MORE
    GALLERIES

  • 27

    Fennel seeds water : মা -ঠাকুমার টোটকায় কামাল, সস্তায় প্রতিদিন এক গ্লাস! বহু রোগ দূরে রাখে সহজেই

    বদ হজমের সমস্যা যাদের আছে তাদের জন্য মহৌষোধি। সকালে মৌরীর জল বা মৌরী দিয়ে তৈরি চা পান করুন। কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক দূরে রাখে।

    MORE
    GALLERIES

  • 37

    Fennel seeds water : মা -ঠাকুমার টোটকায় কামাল, সস্তায় প্রতিদিন এক গ্লাস! বহু রোগ দূরে রাখে সহজেই

    এতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে যা শরীরে রক্তচাপ মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে। হার্ট রেটকেও নিয়ন্ত্রণে রাখে মৌরী।

    MORE
    GALLERIES

  • 47

    Fennel seeds water : মা -ঠাকুমার টোটকায় কামাল, সস্তায় প্রতিদিন এক গ্লাস! বহু রোগ দূরে রাখে সহজেই

    মৌরীতে থাকে ভিটামিন এ যা চোখের পক্ষে খুবই উপকারী। তাই চোখ ভালো রাখতে খেতে পারেন মৌরী ভেজানো জল।

    MORE
    GALLERIES

  • 57

    Fennel seeds water : মা -ঠাকুমার টোটকায় কামাল, সস্তায় প্রতিদিন এক গ্লাস! বহু রোগ দূরে রাখে সহজেই

    ক্ষতিকর টক্সিন বের করে রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে মৌরী থেকে তৈরি এসেনশিয়াল অয়েল। মৌরী দেওয়া চা খেলে শরীরে পুষ্টি বৃদ্ধি পায়।

    MORE
    GALLERIES

  • 67

    Fennel seeds water : মা -ঠাকুমার টোটকায় কামাল, সস্তায় প্রতিদিন এক গ্লাস! বহু রোগ দূরে রাখে সহজেই

    ঋতুস্রাবের সময়ে পেট ব্যথা হয় তারা মৌরী ভেজানো জল খেলে আরাম পাবেন। মেনোপজের সময়েও খেতে পারেন। ঋতুচক্র ঠিক না থাকলেও খেতে পারেন।

    MORE
    GALLERIES

  • 77

    Fennel seeds water : মা -ঠাকুমার টোটকায় কামাল, সস্তায় প্রতিদিন এক গ্লাস! বহু রোগ দূরে রাখে সহজেই

    ব্রেস্ট ক্যানসার, ত্বকের ক্যানসার, স্টমাক ক্যানসার দূরে রাখতে সাহায্য করে এটি।

    MORE
    GALLERIES