মৌরি শরীর ঠান্ডা রাখে৷ গরমে শরীর শীতল রাখতে মৌরিপানার কোনও তুলনা নেই৷
শ্বাসের দুর্গন্ধ দূর করতে মৌরি অসাধারণ৷ তাই খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবে মৌরি দেওয়া হয়৷ যাতে মুখে খাবারের গন্ধ না থাকে৷
হজমশক্তি বাড়াতে সাহায্য করে মৌরি৷
হাঁপানিতেও মৌরি ভেজানো জল খুব উপকারী৷
ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও মৌরি কার্যকর৷
অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যও মৌরি ভাল৷ সব সময় গা বমি বমি ভাব দূর করবে এই মশলা৷
কোলেস্টেরল নিয়ন্ত্রণে মৌরি অত্যন্ত কার্যকর৷ তাই কোলেস্টেরলের সমস্যা থাকলে মৌরি ভেজানো জল খাওয়া যেতে পারে৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
...