আদৌ ঠিকঠাক ব্রা পরছেন তো ? জেনে নিন আপনার ব্রায়ের সঠিক মাপ

Last Updated:
1/6
• ব্রায়ের মাপ বোঝা কিন্তু খুব সহজ কাজ নয় ৷ অনেকেই ব্রায়ের সঠিক মাপ বোঝেন না ৷ ভুল সাইজের ব্রা কেনার জন্য শেপের সমস্যাও দেখা যায় অনেকের ৷ জেনে নিন, ব্রায়ের মাপ বোঝার সঠিক উপায় ৷ ছবি: পিক্স্যাবে ৷
• ব্রায়ের মাপ বোঝা কিন্তু খুব সহজ কাজ নয় ৷ অনেকেই ব্রায়ের সঠিক মাপ বোঝেন না ৷ ভুল সাইজের ব্রা কেনার জন্য শেপের সমস্যাও দেখা যায় অনেকের ৷ জেনে নিন, ব্রায়ের মাপ বোঝার সঠিক উপায় ৷ ছবি: পিক্স্যাবে ৷
2/6
• ব্রায়ের মাপ বুঝতে গেলে আগে ব্যান্ড সাইজ ও কাপ সাইজ জানতে হবে ৷ প্রথমে বুঝে নিন ব্যান্ড সাইজ কাকে বলে ৷ প্রথমে একটি মাপ ফিতে নিন ৷ অনাবৃত বুকের নীচ দিয়ে দেহের চারপাশ দিয়ে ফিতে ঘুরিয়ে মাপ নিন ৷ এই মাপকে বলে ব্যান্ড সাইজ ৷ ছবি: পিক্স্যাবে ৷
• ব্রায়ের মাপ বুঝতে গেলে আগে ব্যান্ড সাইজ ও কাপ সাইজ জানতে হবে ৷ প্রথমে বুঝে নিন ব্যান্ড সাইজ কাকে বলে ৷ প্রথমে একটি মাপ ফিতে নিন ৷ অনাবৃত বুকের নীচ দিয়ে দেহের চারপাশ দিয়ে ফিতে ঘুরিয়ে মাপ নিন ৷ এই মাপকে বলে ব্যান্ড সাইজ ৷ ছবি: পিক্স্যাবে ৷
3/6
• যদি দশমিকের পরের সংখ্যা ৫-এর উপর থাকে তাহলে পরের পূর্ণ সংখ্যা ধরা হবে ৷ অর্থাৎ যদি ব্যান্ড সাইজ ২৯.৫ বা তার কম তাহলে ২৯ মাপ ধরা হবে ৷ ২৯.৬ থেকে তার বেশি হলে ৩০ ধরা হবে ৷ যদি এই মাপটা জোড় সংখ্যা (যেমন:২৮) হয়, তাহলে তার সঙ্গে ৪ যোগ করতে হবে ৷ আর যদি ব্যান্ড সাইজ বিজোড় সংখ্যা আসে (যেমন:২৯) তাহলে এর সঙ্গে ৫ যোগ করতে হবে ৷ ছবি: পিক্স্যাবে ৷
• যদি দশমিকের পরের সংখ্যা ৫-এর উপর থাকে তাহলে পরের পূর্ণ সংখ্যা ধরা হবে ৷ অর্থাৎ যদি ব্যান্ড সাইজ ২৯.৫ বা তার কম তাহলে ২৯ মাপ ধরা হবে ৷ ২৯.৬ থেকে তার বেশি হলে ৩০ ধরা হবে ৷ যদি এই মাপটা জোড় সংখ্যা (যেমন:২৮) হয়, তাহলে তার সঙ্গে ৪ যোগ করতে হবে ৷ আর যদি ব্যান্ড সাইজ বিজোড় সংখ্যা আসে (যেমন:২৯) তাহলে এর সঙ্গে ৫ যোগ করতে হবে ৷ ছবি: পিক্স্যাবে ৷
4/6
• এরপরেই আসল ব্যান্ড সাইজ জানা যাবে ৷ অর্থাৎ ২৮+৪= ৩২ এবং ২৯+৫=৩৪ হবে আপনার আসল ব্যান্ড সাইজ ৷ ছবি: পিক্স্যাবে ৷
• এরপরেই আসল ব্যান্ড সাইজ জানা যাবে ৷ অর্থাৎ ২৮+৪= ৩২ এবং ২৯+৫=৩৪ হবে আপনার আসল ব্যান্ড সাইজ ৷ ছবি: পিক্স্যাবে ৷
5/6
• এরপর আসা যাক, কাপ সাইজের কথায় ৷ কাপ সাইজ মাপতে গেলে বুকের একদম মাঝ বরাবর ফিতে ধরুন ৷ এক্ষেত্রেও দশমিকের পরের হিসেব আগের মতোই হবে ৷ ৩২.৫ হলে ৩২ ধরা হবে আবার ৩২.৬ বা তার বেশি হলে ৩৩ ধরা হবে ৷ তার মানে আপনার কাপ সাইজ হবে এটাই ৷ ছবি: পিক্স্যাবে ৷
• এরপর আসা যাক, কাপ সাইজের কথায় ৷ কাপ সাইজ মাপতে গেলে বুকের একদম মাঝ বরাবর ফিতে ধরুন ৷ এক্ষেত্রেও দশমিকের পরের হিসেব আগের মতোই হবে ৷ ৩২.৫ হলে ৩২ ধরা হবে আবার ৩২.৬ বা তার বেশি হলে ৩৩ ধরা হবে ৷ তার মানে আপনার কাপ সাইজ হবে এটাই ৷ ছবি: পিক্স্যাবে ৷
6/6
• এবার কাপ সাইজ থেকে ব্যান্ড সাইজ বিয়োগ করুন ৷ অর্থাৎ যদি আপনার কাপ সাইজ ৩৫ ইঞ্চি আর ব্যান্ড সাইজ ৩২ ইঞ্চি হয়, তার মানে আপনার ব্রা সাইজ হবে ৩২সি (৩৫-৩২)। (১ হল এ, ২ হল বি, ৩ হল সি, ৪ হল ডি, ৫ হল ই ) ৷ ছবি: পিক্স্যাবে ৷
• এবার কাপ সাইজ থেকে ব্যান্ড সাইজ বিয়োগ করুন ৷ অর্থাৎ যদি আপনার কাপ সাইজ ৩৫ ইঞ্চি আর ব্যান্ড সাইজ ৩২ ইঞ্চি হয়, তার মানে আপনার ব্রা সাইজ হবে ৩২সি (৩৫-৩২)। (১ হল এ, ২ হল বি, ৩ হল সি, ৪ হল ডি, ৫ হল ই ) ৷ ছবি: পিক্স্যাবে ৷