আদৌ ঠিকঠাক ব্রা পরছেন তো ? জেনে নিন আপনার ব্রায়ের সঠিক মাপ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
• যদি দশমিকের পরের সংখ্যা ৫-এর উপর থাকে তাহলে পরের পূর্ণ সংখ্যা ধরা হবে ৷ অর্থাৎ যদি ব্যান্ড সাইজ ২৯.৫ বা তার কম তাহলে ২৯ মাপ ধরা হবে ৷ ২৯.৬ থেকে তার বেশি হলে ৩০ ধরা হবে ৷ যদি এই মাপটা জোড় সংখ্যা (যেমন:২৮) হয়, তাহলে তার সঙ্গে ৪ যোগ করতে হবে ৷ আর যদি ব্যান্ড সাইজ বিজোড় সংখ্যা আসে (যেমন:২৯) তাহলে এর সঙ্গে ৫ যোগ করতে হবে ৷ ছবি: পিক্স্যাবে ৷
