*উৎসব মনে আনন্দ খাওয়া-দাওয়া। তার থেকেও বেশি জরুরি সাজগোজ। করোনা আবহ। বড় করে কিছুই হচ্ছে না। মনটা একটু খারাপ। সাজলে কিন্তু মন ভাল হয়। আর সাজার টিপস যদি দেন, বিখ্যাত মেক আপ আর্টিস্ট অভিজিৎ চন্দ, তাহলে তো আর কথাই নেই। অভিজিতের স্পেশ্যাল টিপস অনুযায়ী সেজে একেবারে তাকে লাগিয়ে দিতে পারেন। সংগৃহীত ছবি।