Bibi Russell : বাংলাদেশের ৫০! 'সোনার বাংলার' সব রঙ যেন বিবি রাসেলের অদৃশ্য প্যালেটে, দেখুন তারই ঝলক...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
শেডস অফ ব্লু থেকে কাঁচা হলুদ! পাকা ধান ক্ষেতের সেই আগুনে 'অরেঞ্জ' থেকে কচি কলাপাতা! 'সোনার বাংলার' নদী-নালা-আকাশে ছুঁয়ে থাকা নীল রঙের ছড়াছড়িও চোখে পড়ার মত বিবি রাসেলের (Bibi Russell) এই পসরায়।
'স্প্ল্যাশ অফ কালারস', যেন একগুচ্ছ রং ছড়িয়ে দেওয়া! করোনা কালের এই কঠিন সময়েও মন ভাল করে দেওয়া সব সৃষ্টি। বিবির মতোই তাঁর নতুন কাজের সম্ভার যেন রামধনুর সাত রঙে রঙিন। বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলার বুকের সব রং যেন জড়ো করেছেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল তাঁর মনের অদৃশ্য প্যালেটে। আর তাই দিয়েই ভরিয়ে দিয়েছেন তাঁর বিশেষ 'রেঞ্জ অফ প্রোডাকশন ফর ফিফটি ইয়ার্স সেলিব্রেশন অফ বাংলাদেশ'।
advertisement
'বিবি'স প্ৰডাকশন'-কে বিশ্বের ফ্যাশন মানচিত্রে সবথেকে বেশি পরিচিতি দিয়েছে গ্রাম বাংলার নিজস্ব 'গামছা'। তাই দিয়েই ৫০ বছরের বাংলাদেশকে বিশেষ 'বার্থডে গিফট' অর্থাৎ জন্মদিনের উপহার দিতে চেয়েছেন বিবি। শিল্প এবং সৃষ্টির এই খেলায় তাঁকে সঙ্গ দিয়েছে বিবি রাসেলের সেই চিরকালীন প্রিয় 'গামছা' ফ্যাব্রিক আর গ্রাম বাংলার তাঁত শিল্পীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
বরাবরই প্রাচ্য ও প্রাশ্চাত্যকে কে মিলিয়েছেন তিনি। বাংলাদেশে ছোটবেলা কাটানো এবং পরে বড় হয়ে লণ্ডনের কলেজ অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন থেকে পড়াশোনা। ভোগ-সহ আন্তর্জাতিক ম্যাগাজিনে দীর্ঘদিন মডেলিং। সে পাট শেষ করে বাংলাদেশে ফিরে সেখানকার তাঁতিদের নিয়ে আলাদা পরিচিতি তৈরি করেন বিবি রাসেল। নাম হয় 'বিবিজ প্রোডাকশন'। এরপরে আসে তাঁর 'ফ্যাশন ফর ডেভেলপমেন্ট'।
advertisement
তাঁর কাজের নিজস্ব স্টাইলের সঙ্গে বাংলাদেশের নিজস্বতাকে জারিত করেই তৈরি করেছেন এক একটি পোশাক ও এক্সেসরিজ। এই করোনাকালের কথা ভেবেই নির্বাচন করেছেন বাংলার নিজস্ব সুতি ও রং দিয়ে বানানো সাদামাটা অথচ স্মার্ট পোশাক যা বার বার ধোয়াতেও কোনও অসুবিধে নেই। এবং দাম-ও সাধারণের নাগালের মধ্যেই। একইভাবে মাথায় রেখেছেন এমন পোশাকের কথা যাতে হাত খালি থাকে। পোশাকে পকেট থাকে। ব্যবহারিক দিকটা মাথায় রেখেছেন বিবি।
advertisement
advertisement