অ্যাডভান্স প্রেগন্যান্সিতেও ফ্যাশন মাস্ট! অনুষ্কা শর্মার ম্যাটারনিটি পোশাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ফ্যাশন নিয়ে হামেশাই প্রথম সারির তারকাদের মধ্যে তাঁর নাম উঠে আসে। চোখের সানগ্লাস থেকে পায়ের জুতো, সবেতেই রকমফের। তিনি হলেন আমাদের বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাঁর কথায়, কমফর্টেবল জামাকাপড় পরাই ফ্যাশন।
advertisement
*আজ তাঁর তৃতীয় বিবাহবার্ষিকী, জানুয়ারিতেই ‘মা’ হবেন তিনি। যেখানে অন্যান্য বলিউড তারকাদের ম্যাটারনিটি ফ্যাশন বলতে বড় সাইজের টি-শার্ট আর বক্সি প্যান্ট বোঝায়, সেখানে অনুষ্কা আনলেন একটু বৈপরীত্য। কী কী পোশাকে সোশ্যাল মিডিয়ায় সেরা ম্যাটারনিটি ফ্যাশনের তকমা পেলেন তিনি, দেখে নিন এক ঝলক...ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
*কে বলেছে ম্যাটারনিটি ফ্যাশন বোরিং হতে হবে? না মোটেই নয়। যেরকম অনুষ্কা শর্মাকে কিছু দিন আগেই যশ রাজ স্টুডিয়োতে দেখা গিয়েছে হলুদ রঙের মিনি ড্রেসে। সঙ্গে পায়ে স্নিকার্স জুতো। হলুদ রঙের এই মিনি ড্রেসটি ডিজাইন করেছেন অনিতা ডংরে, যার দাম ১৬ হাজার ৯০০ টাকা। এবং মেলিসা কোম্পানির স্নিকার্স, দাম হল ৪ হাজার ১৯৯ টাকা। আপনি গর্ভবতী নাই বা হলেন, দুপুরের লাঞ্চ পার্টি থেকে সন্ধ্যেবালার জলখাবার পার্টিতে এই ড্রেসে আপনিই অনন্যা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
*সম্প্রতি অনুষ্কার লাল ড্রেস পরা ছবি সামনে এসেছে। যা দেখে নেটাগরিকেরা মুগ্ধ। চলতি মাসের শুরুতে আইপিএল ২০২০-তে বিরাটের খেলা দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই পরেছিলেন লাল রঙের একটি ড্রেস। অনুষ্কার মুখে প্রাণ খোলা হাসির সঙ্গে হালকা মেক-আপ, নুড লিপস্টিক আর সোনার গয়না, এই দিনের ফ্যাশন ছিল একেবারে পারফেক্ট। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement
*অনুষ্কা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি কোথায় রয়েছেন সেই জায়গার উপরেই পোশাক বাছাই নির্ভর করছে। কিছু দিন আগে বিরাটের ৩২-বছরের জন্মদিনের পার্টিতে অনুষ্কাকে গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্ট ড্রেসে দেখা যায়। যেখানে তাঁর বেবি বাম্প বোঝা যাচ্ছিল। নতুন মা হতে চলা অভিনেত্রী নিজের ড্রেস নিয়ে খুবই সচেতন। কিন্তু তিনি হালকা ড্রেস পরা বেশি পছন্দ করে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
*অনুষ্কা এবং বিরাট সোশ্যাল মিডিয়ায় হট কাপল। একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন। তাঁদের ছবি শেয়ার করার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশংসা করেছেন ও তাঁদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এই ছবিতে দেখা যাচ্ছে অনুষ্কা কালো রঙের একটি ড্রেস পরে রয়েছেন। ড্রেসটিতে সারা হাতে এমব্রয়ডারি কাজ। ছবি: ইনস্টাগ্রাম। (Written by: Somosree Das)