'সোনা' ফলবে জমিতে...! এই একটি 'জিনিস' চাষ করেই হয়ে যাবেন লালে লাল, 'সঠিক' নিয়ম জানুন, কোটিপতি হওয়া আটকায় কে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Farming: এক দুর্দান্ত উপায়ে বিপুল আয়ের পথ দেখালেন ছত্রপতি শম্ভাজিনগরের কৃষক অমরচাঁদ প্যাটেল। সামান্য একটি রান্নাঘরের জিনিস যাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি সেই আদা চাষে অসাধারণ সাফল্য অর্জন করেছেন এই কৃষক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আদা চাষে প্রতি একরে ১.৫-২ লক্ষ টাকা খরচ হয়। তবে, প্রতি একরে ৫-৭ লক্ষ টাকা পর্যন্ত লাভ হতে পারে। অমরচাঁদ তাঁর পরামর্শে আরও বলেন যে, তার খামারে ড্রিপ সেচ ব্যবস্থা স্থাপনের ফলে কেবল জলের ব্যবহারই কমেনি, বরং ড্রিপের মাধ্যমে সার সরবরাহের কারণে গাছগুলি স্বাস্থ্যকরভাবে বৃদ্ধি পেয়েছে এবং ফলনও বেড়েছে।
advertisement