তাঁদের বিয়ের ছবি ভাইরাল হতেই শুভকামনা জানান অনুগামীরা। ইনস্টাগ্রামে অনেকেই এটিকে "বলিউডের সবচেয়ে বাস্তব বিবাহ" হিসাবে অভিহিত করেছিলেন। তাঁদের কথায় এই বিয়ে একেবারেই ঘরোয়া, বাস্তবসম্মত। কোনও আড়ম্বরের ঘনঘটা নেই। বিক্রান্ত যেন একেবারেই পাশের বাড়ির ছেলে। নেটিজেনরা বিক্রান্ত এবং শীতলের সারল্য়ের প্রেমে পড়েছিলেন।
ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এ প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রান্ত মেসি এবং শীতল ঠাকুরকে। জানা যায়, ২০১৯ সালে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাঁরা রোকা অনুষ্ঠান পর্ব সেরে ফেলেন। তাঁদের বিয়ের পরিকল্পনা আগেই ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিয়ে পিছিয়ে দেন। 'হাসিনা দিলরুবা' তারকা বিক্রান্ত এই প্রজন্মের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম সেরা অভিনেতা! শীতল ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয় নাম। তাঁর জনপ্রিয় শোগুলির মধ্যে রয়েছে 'আপস্টারটস', 'ব্রিজ মোহন অমর রহে', 'চপ্পড় ফাড় কে'।