স্বপ্ন সবাই দেখে। কেউ জেগে, কেউ ঘুমিয়ে। বিশেষজ্ঞরা ঘুমিয়ে দেখা স্বপ্নের বিভিন্ন অর্থের ব্যাখ্যা দিয়েছেন (Dream of Falling)। ঘুম সবার এক রকম নয়। কারও শুলেই ঘুমিয়ে পড়া অভ্যেস, কেউ কেউ আবার অনেক রাত না বলে ঘুমোন না (Dream of Falling)। তবে ঘুম গভীর হলেই আমরা স্বপ্ন দেখি। কোনও স্বপ্ন মনে থাকে, কোনওটা একেবারেই মনে থাকে না।