Fake Love Relationship: প্রেমিক বা প্রেমিকা ভালবাসার নাটক করছে না তো? কী করে বুঝবেন? এই সব লক্ষণ দেখলেই সাবধান

Last Updated:
Fake Love Relationship: খাঁটি তো আপনাদের প্রেম? নাকি সবটাই নাটক! কী করে বুঝবেন আসলে আপনাকে ঠকানো হচ্ছে! জানুন
1/11
ভালবাসা! মানুষের জীবনের সঙ্গে এই শব্দটি ভীষণভাবে জড়িয়ে আছে! ভালবাসা ছাড়া বেঁচে থাকা যেন শাস্তি! রোজ বহু মানুষ প্রেমে পড়েন! আবার রোজ ভেঙে যায় বহু প্রেম! কিন্তু আপনি কী করে বুঝবেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা সত্যিই আপনাকে ভালবাসে কিনা! photo source collected
ভালবাসা! মানুষের জীবনের সঙ্গে এই শব্দটি ভীষণভাবে জড়িয়ে আছে! ভালবাসা ছাড়া বেঁচে থাকা যেন শাস্তি! রোজ বহু মানুষ প্রেমে পড়েন! আবার রোজ ভেঙে যায় বহু প্রেম! কিন্তু আপনি কী করে বুঝবেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা সত্যিই আপনাকে ভালবাসে কিনা! photo source collected
advertisement
2/11
কয়েকটি বিশেষ লক্ষণ আছে, যা খেয়াল করলেই আপনি বুঝে যাবেন যে আপনার সঙ্গে থাকা মানুষটি খাঁটি কিনা! জেনে নিনphoto source collected
কয়েকটি বিশেষ লক্ষণ আছে, যা খেয়াল করলেই আপনি বুঝে যাবেন যে আপনার সঙ্গে থাকা মানুষটি খাঁটি কিনা! জেনে নিনphoto source collected
advertisement
3/11
প্রথমত খেয়াল করে দেখবেন আপনার প্রয়োজনের সময় সে নেই! কিছু না কিছু বাহানা দেবে সে! এদিকে আপনার সে সময় তাকে সত্যিই প্রয়োজন! কিন্তু সে এমন বাহানা বা কিছু একটা ব্যস্ততা বা প্রয়োজন বলবে, যা শুনে আপনিও তাকে পাশে না পাওয়াটা মেনে নেবেন! এটা কিন্তু অজুহাত! সাবধান হতে হবে!photo source collected
প্রথমত খেয়াল করে দেখবেন আপনার প্রয়োজনের সময় সে নেই! কিছু না কিছু বাহানা দেবে সে! এদিকে আপনার সে সময় তাকে সত্যিই প্রয়োজন! কিন্তু সে এমন বাহানা বা কিছু একটা ব্যস্ততা বা প্রয়োজন বলবে, যা শুনে আপনিও তাকে পাশে না পাওয়াটা মেনে নেবেন! এটা কিন্তু অজুহাত! সাবধান হতে হবে!photo source collected
advertisement
4/11
কারণে অকারণে মিথ্যে বলা! আপনি সে যে মিথ্যে বলছে তা বুঝতেও পারছেন। কিন্তু কিছু বলতে পারছেন না! বেরিয়ে আসুন এই সম্পর্ক থেকে! photo source collected
কারণে অকারণে মিথ্যে বলা! আপনি সে যে মিথ্যে বলছে তা বুঝতেও পারছেন। কিন্তু কিছু বলতে পারছেন না! বেরিয়ে আসুন এই সম্পর্ক থেকে! photo source collected
advertisement
5/11
আপনার জীবনে ভাল কিছু ঘটলেই সে ঈর্ষা করে! এমন হলে বুঝবেন সে মোটেও আপনাকে ভালবাসে না! পুরোটা আসলে নাটক কিছু পাওয়ার জন্য!photo source collected
আপনার জীবনে ভাল কিছু ঘটলেই সে ঈর্ষা করে! এমন হলে বুঝবেন সে মোটেও আপনাকে ভালবাসে না! পুরোটা আসলে নাটক কিছু পাওয়ার জন্য!photo source collected
advertisement
6/11
আপনার সঙ্গী বা সঙ্গীনী যদি আপনাদের প্রেমের সম্পর্কটা গোপন করতে চান, তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়! বন্ধুদেরকেও আপনাদের প্রেমের কথা জানাতে চান না! প্রেম করবেন কিন্তু কাউকে জানতে দেবেন না, এমন হলে বেরিয়ে আসুন! photo source collected
আপনার সঙ্গী বা সঙ্গীনী যদি আপনাদের প্রেমের সম্পর্কটা গোপন করতে চান, তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়! বন্ধুদেরকেও আপনাদের প্রেমের কথা জানাতে চান না! প্রেম করবেন কিন্তু কাউকে জানতে দেবেন না, এমন হলে বেরিয়ে আসুন! photo source collected
advertisement
7/11
বাইরে গেলেই সে শুধু আপানার টাকাই খরচ করে। নিজে একটাকাও বের করে না। বুঝবেন সমস্যা আছে! photo source collected
বাইরে গেলেই সে শুধু আপানার টাকাই খরচ করে। নিজে একটাকাও বের করে না। বুঝবেন সমস্যা আছে! photo source collected
advertisement
8/11
আপনার চাওয়া পাওয়াকে পাত্তা দেয় না! সারাক্ষণ নিজের মতকেই প্রাধান্য দেয়। তবে এই সম্পর্কে প্রেম নেই! photo source collected
আপনার চাওয়া পাওয়াকে পাত্তা দেয় না! সারাক্ষণ নিজের মতকেই প্রাধান্য দেয়। তবে এই সম্পর্কে প্রেম নেই! photo source collected
advertisement
9/11
সারাক্ষণ আপনার সঙ্গে অন্য কারও তুলনা করে! কার কী ভাল সে সব শোনাতে থাকে। এমন হলে সম্পর্ক বেশি দিন টিকবে না! ভবিষ্যত মোটেও ভাল না! photo source collected
সারাক্ষণ আপনার সঙ্গে অন্য কারও তুলনা করে! কার কী ভাল সে সব শোনাতে থাকে। এমন হলে সম্পর্ক বেশি দিন টিকবে না! ভবিষ্যত মোটেও ভাল না! photo source collected
advertisement
10/11
প্রেমের শুরুতেই শারীরিক সম্পর্ক করতে চাইলে বুঝবেন এই সম্পর্ক মোটেও প্রেম নয়! সবটাই চাহিদা! বেরিয়ে আসুন! photo source collected
প্রেমের শুরুতেই শারীরিক সম্পর্ক করতে চাইলে বুঝবেন এই সম্পর্ক মোটেও প্রেম নয়! সবটাই চাহিদা! বেরিয়ে আসুন! photo source collected
advertisement
11/11
সামান্যতেই রেগে যাওয়া, খারাপ ব্যবহার করা, কথায় কথায় অপমান করা দেখলে বুঝবেন সেটা আর যাই হোক প্রেম কখনই নয়!photo source collected
সামান্যতেই রেগে যাওয়া, খারাপ ব্যবহার করা, কথায় কথায় অপমান করা দেখলে বুঝবেন সেটা আর যাই হোক প্রেম কখনই নয়!photo source collected
advertisement
advertisement
advertisement