মাথায় উকুন নিয়ে জেরবার, জেনে নিন ঘরোয়া টোটকা

Last Updated:
1/6
চুল শুধু আপনার সৌন্দর্যের জন্য নয় আপনার ব্যক্তিত্বেরও পরিচায়ক ৷ এই চুলে কখনো না কখনো আপনিও উকুনের জ্বালায় ভুগেছেন ৷ আসলে এটা তো আপনার পরিষ্কার থাকার ওপর তো নির্ভর করে না ৷ তবে হয়ে গেলে তো ছুটকারা পেতেই হবে ৷ জানেন কী খুব চিন্তার কিছু নেই আপনার হাতের কাছেই আছে এর থেকে মুক্তি পাওয়ার উপায় ৷ Photo Source : Collected
চুল শুধু আপনার সৌন্দর্যের জন্য নয় আপনার ব্যক্তিত্বেরও পরিচায়ক ৷ এই চুলে কখনো না কখনো আপনিও উকুনের জ্বালায় ভুগেছেন ৷ আসলে এটা তো আপনার পরিষ্কার থাকার ওপর তো নির্ভর করে না ৷ তবে হয়ে গেলে তো ছুটকারা পেতেই হবে ৷ জানেন কী খুব চিন্তার কিছু নেই আপনার হাতের কাছেই আছে এর থেকে মুক্তি পাওয়ার উপায় ৷ Photo Source : Collected
advertisement
2/6
রাত্রে শুতে যাওয়ার আগে পরিমাণ মতো টি-ট্রি অয়েল নিয়ে স্কাল্পে লাগিয়ে ভাল করে মাসাজ করতে হবে। তারপর একটা টাওয়াল বালিশের উপর রেখে শুয়ে পরতে হবে। পরদিন ঘুম থেকে উঠে ভাল করে চুলটা আঁচড়ে নিলেই দেখবেন কেল্লাফতে! Photo Source : Collected
রাত্রে শুতে যাওয়ার আগে পরিমাণ মতো টি-ট্রি অয়েল নিয়ে স্কাল্পে লাগিয়ে ভাল করে মাসাজ করতে হবে। তারপর একটা টাওয়াল বালিশের উপর রেখে শুয়ে পরতে হবে। পরদিন ঘুম থেকে উঠে ভাল করে চুলটা আঁচড়ে নিলেই দেখবেন কেল্লাফতে! Photo Source : Collected
advertisement
3/6
মাউথ ওয়াশ, একদম হক কথা, ঠিক আপনার বেসিনের ওপর যে জিনিসটা থাকে সেটিই অব্যর্থ ৷ অল্প পরিমাণে মাউথ ওয়াশ নিয়ে ভাল করে স্কাল্পে লাগিয়ে একটা টাওয়াল দিয়ে চুলটা বেঁধে নিতে হবে। এরপর ২ ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফলতে হবে চুলটা। প্রসঙ্গত, সপ্তাহে এক বার করে এই ঘরোয়া টোটকাটিকে কাজে লাগাতে হবে। তাহলেই দেখবেন আর কখনও উকুন ধারে কাছেও ঘেঁষতে পারবে না।Photo Source : Collected
মাউথ ওয়াশ, একদম হক কথা, ঠিক আপনার বেসিনের ওপর যে জিনিসটা থাকে সেটিই অব্যর্থ ৷ অল্প পরিমাণে মাউথ ওয়াশ নিয়ে ভাল করে স্কাল্পে লাগিয়ে একটা টাওয়াল দিয়ে চুলটা বেঁধে নিতে হবে। এরপর ২ ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফলতে হবে চুলটা। প্রসঙ্গত, সপ্তাহে এক বার করে এই ঘরোয়া টোটকাটিকে কাজে লাগাতে হবে। তাহলেই দেখবেন আর কখনও উকুন ধারে কাছেও ঘেঁষতে পারবে না।Photo Source : Collected
advertisement
4/6
হ্যাঁ এই জিনিসটাও কিন্তু উকুন তাড়াতে সাহায্য করে ৷ নিয়মিত যদি অলিভ ওয়েল ব্যবহার করেন তাহলে কয়েক দিনের মধ্যে উকুনের প্রকোপ কমে যায় ৷ Photo Source : Collected
হ্যাঁ এই জিনিসটাও কিন্তু উকুন তাড়াতে সাহায্য করে ৷ নিয়মিত যদি অলিভ ওয়েল ব্যবহার করেন তাহলে কয়েক দিনের মধ্যে উকুনের প্রকোপ কমে যায় ৷ Photo Source : Collected
advertisement
5/6
অলিভ ওয়েলের অনেক খরচ, কমে কি আপনাদের কোনও সামধানই নেই, আরে ঘাবড়াবেন না ৷ আছে দাদা আছে ৷ নারকেল তেল তো বাড়িতেই থাকে ৷ আপনি না মাখলেও আপনার মা মাখেন ৷ পরিমাণ মতো নারকেল তেল নিয়ে তা গরম করে ধীরে ধীরে স্কাল্পে লাগাতে হবে। তারপর ২ ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফলতে হবে চুলটা। Photo Source : Collected
অলিভ ওয়েলের অনেক খরচ, কমে কি আপনাদের কোনও সামধানই নেই, আরে ঘাবড়াবেন না ৷ আছে দাদা আছে ৷ নারকেল তেল তো বাড়িতেই থাকে ৷ আপনি না মাখলেও আপনার মা মাখেন ৷ পরিমাণ মতো নারকেল তেল নিয়ে তা গরম করে ধীরে ধীরে স্কাল্পে লাগাতে হবে। তারপর ২ ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফলতে হবে চুলটা। Photo Source : Collected
advertisement
6/6
নিম পাতা ও নিম তেলের একাধিক গুণ তো আছেই উকুন তাড়াতেও এটা একটা কামাল টোটকা ৷ এতে হাজির থাকা অ্যান্টিব্যাকটিরিয়াল এজেন্ট  উকুনকে আপনার চুলে বাঁচতেই দেবে না ৷ Photo Source : Collected
নিম পাতা ও নিম তেলের একাধিক গুণ তো আছেই উকুন তাড়াতেও এটা একটা কামাল টোটকা ৷ এতে হাজির থাকা অ্যান্টিব্যাকটিরিয়াল এজেন্ট উকুনকে আপনার চুলে বাঁচতেই দেবে না ৷ Photo Source : Collected
advertisement
advertisement
advertisement