অচেনাদের চিনিয়ে দিতে নয়া ফিচার আনছে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় সহজেই বাড়বে বন্ধু

Last Updated:
1/5
ফেসবুক ব্যবহাকারীদের সুবিধার জন্য নতুন ফিচার আনতে চলেছে কর্তৃপক্ষ ৷ আপনি যখন ফেসবুক ব্যবহার করেন তখন আপনি প্রচুর অচেনা মানুষকে পান ৷ ফেসবুকের এই নয়া ফিচার বাতলে দেবে আপনাদের মধ্যে কোনও ‘কমন’ কিছু আছে কিনা ৷ Photo : Collected
ফেসবুক ব্যবহাকারীদের সুবিধার জন্য নতুন ফিচার আনতে চলেছে কর্তৃপক্ষ ৷ আপনি যখন ফেসবুক ব্যবহার করেন তখন আপনি প্রচুর অচেনা মানুষকে পান ৷ ফেসবুকের এই নয়া ফিচার বাতলে দেবে আপনাদের মধ্যে কোনও ‘কমন’ কিছু আছে কিনা ৷ Photo : Collected
advertisement
2/5
আসলে অনেক সময়ই অচেনা কোনও প্রোফাইল থেকে বন্ধুত্বের আবেদন এলে আপনি সরাসরি সেই আবেদন নাকচ করে দেন ৷ এখন আপনাকে তারা দেখায় বন্ধুর বন্ধু কিনা, বা কমন গ্রুপের সদস্য কিনা ৷ কিন্তু পরের যে আধুনিক ফিচার আসতে চলেছে তাতে বলে দেবে আরও অনেক তথ্য ৷ যেমন এক স্কুলে পড়তেন কিম্বা একই অর্গানাইজেশনে চাকরি করতেন কিনা ৷ Photo : Collected
আসলে অনেক সময়ই অচেনা কোনও প্রোফাইল থেকে বন্ধুত্বের আবেদন এলে আপনি সরাসরি সেই আবেদন নাকচ করে দেন ৷ এখন আপনাকে তারা দেখায় বন্ধুর বন্ধু কিনা, বা কমন গ্রুপের সদস্য কিনা ৷ কিন্তু পরের যে আধুনিক ফিচার আসতে চলেছে তাতে বলে দেবে আরও অনেক তথ্য ৷ যেমন এক স্কুলে পড়তেন কিম্বা একই অর্গানাইজেশনে চাকরি করতেন কিনা ৷ Photo : Collected
advertisement
3/5
আসলে সোশ্যাল মিডিয়ায় যাতে প্রতিটা ব্যবহারকারীর আরও বেশি বন্ধু হয় সেটাই চাইছে ফেসবুক ৷ আমেরিকায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই অ্যাপের ব্যবহার শুরুও হয়ে গেছে ৷ এই ফিচারকে তারা নাম দিয়েছে ‘থিংস ইন কমন’ অর্থাৎ আপনাদের মধ্যে কোন কোন জিনিসটা এক ৷ Photo : Collected
আসলে সোশ্যাল মিডিয়ায় যাতে প্রতিটা ব্যবহারকারীর আরও বেশি বন্ধু হয় সেটাই চাইছে ফেসবুক ৷ আমেরিকায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই অ্যাপের ব্যবহার শুরুও হয়ে গেছে ৷ এই ফিচারকে তারা নাম দিয়েছে ‘থিংস ইন কমন’ অর্থাৎ আপনাদের মধ্যে কোন কোন জিনিসটা এক ৷ Photo : Collected
advertisement
4/5
কীভাবে কাজ করবে এই ফিচার ?আপনার যেসব পোস্ট সকলের জন্য কমন তাতে যখন কমেন্ট লেখা হয় সেখানেই দেখা যাবে এই ফিচার ৷ ধরুণ যিনি আপনার বন্ধু নন তিনি আপনার পোস্টে কোনও মন্তব্য করেছেন সেখানে দেখা যাবে এই বোতাম যেখানে লেখা থাকবে  ‘থিংস ইন কমন’ ৷ আর সেখান থেকেই শুরু হতে পারবে নতুন ফ্রেশ বন্ধুত্ব ৷Photo : Collected
কীভাবে কাজ করবে এই ফিচার ?আপনার যেসব পোস্ট সকলের জন্য কমন তাতে যখন কমেন্ট লেখা হয় সেখানেই দেখা যাবে এই ফিচার ৷ ধরুণ যিনি আপনার বন্ধু নন তিনি আপনার পোস্টে কোনও মন্তব্য করেছেন সেখানে দেখা যাবে এই বোতাম যেখানে লেখা থাকবে ‘থিংস ইন কমন’ ৷ আর সেখান থেকেই শুরু হতে পারবে নতুন ফ্রেশ বন্ধুত্ব ৷Photo : Collected
advertisement
5/5
এটা তো  একটা শুরুর পদক্ষেপ ফেসবুক এ বছরের শুরুতেই নিজেদের কনফারেন্সে আরও জানিয়েছিল তারা এক ফিচার নিয়ে আসতে চলেছে যেখানে ডেটিং অ্যাপও থাকবে  ৷ হ্যাঁ ফেসবুকেই মিলবে ডেটিংয়ের দিশা ৷ তবে কে তাঁর প্রোফাইল দেখতে পাবে তা অবশ্য ব্যবহারকারী নিজে ঠিক করতে পারবেন ৷Photo : Collected
এটা তো একটা শুরুর পদক্ষেপ ফেসবুক এ বছরের শুরুতেই নিজেদের কনফারেন্সে আরও জানিয়েছিল তারা এক ফিচার নিয়ে আসতে চলেছে যেখানে ডেটিং অ্যাপও থাকবে ৷ হ্যাঁ ফেসবুকেই মিলবে ডেটিংয়ের দিশা ৷ তবে কে তাঁর প্রোফাইল দেখতে পাবে তা অবশ্য ব্যবহারকারী নিজে ঠিক করতে পারবেন ৷Photo : Collected
advertisement
advertisement
advertisement