ঝকঝকে হয়ে যাবে মুখ...! গরমে রাতে ঘুমোনোর আগে শুধু লাগান 'দুই' মোক্ষম জিনিস, ৭ দিনেই চমকে দেবে তফাৎ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Face: গরমকাল এলেই গরমে জীবনের বারোটা বেজে যায়। একদিকে যেমন তিতিবিরক্ত লাগে চরম গরমে, অন্যদিকে এই গরম মানেই ত্বকের হাজার একটা সমস্যা। কখনও ব্রণ ফুসকুড়ি টিকতে দেয় না কখনও আবার মুখে পরে যায় পিগমেন্টেশনের পুরু স্তর। ট্যান যেন ছাড়তেই চায় না। তাই তৈলাক্ত ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা খরচ না করে জেনে নিন কিছু এমন সহজ টোটকা যা আপনার হাতের নাগালেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সানস্ক্রিন কতটা দামি তা বিষয় নয়, বরং আপনার ত্বকের কী উপকার করে তা জানা জরুরি। তাই, তৈলাক্ত ত্বকের জন্য চিকিৎসকের পরামর্শে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। সানস্ক্রিন সারাদিন থাকে না। এটি প্রতি ৩ ঘন্টা অন্তর ত্বকে লাগাতে হবে। চিকিৎসকরা আরও বলেন যে ঠান্ডা জল দিয়ে ঘন ঘন মুখ ধোওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
একনজরে রাতের ত্বকের যত্নের রুটিন:১- প্রথমত, ঘুমানোর আগে আপনার ত্বক পরিষ্কার করতে হবে। এতে আপনার ত্বকে জমে থাকা সমস্ত ময়লা এক নিমিষেই বেরিয়ে আসবে। আপনি যদি প্রতিদিন মুখে মেকআপ করেন, তাহলে রাতে ঘুমানোর আগে আপনার ত্বক পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। মুখ পরিষ্কার করার পর, আপনার মুখটি হালকা করে চেপে ধরুন।
advertisement
advertisement
advertisement