Eyeglass Cleaning Tips: হাতের সামনে যা পান, তাই দিয়েই চশমা মুছে ফেলেন? চোখের ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনছেন! জানুন

Last Updated:
Eyeglass Cleaning Tips: শুধু কাচ নষ্ট করাই নয়। যে কোনও কাপড়ে থাকা জীবাণুও চোখে সংক্রমণ তৈরি করে। ফলে চোখ লাল হওয়া, জল পড়া থেকে চোখে চুলকানি হয়।
1/8
নিয়মিত চশমা ব্যবহার করলে, সেটি ময়লা হবেই, তাতে ছোপ পড়বেই। কিন্তু সেই ময়লা পরিষ্কার করাটাও জরুরি। অনেকেই চশমার ময়লা পরিষ্কার করতে গিয়ে কাচ নষ্ট করে ফেলেন। কারণ অনেকেই জামার বা গেঞ্জির তলার কাপড় দিয়ে কাচ পরিষ্কার করে নেন। তাতে ধুলো ময়লা থাকে। সেগুলি চশমার কাচ নষ্ট করে দেয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিয়মিত চশমা ব্যবহার করলে, সেটি ময়লা হবেই, তাতে ছোপ পড়বেই। কিন্তু সেই ময়লা পরিষ্কার করাটাও জরুরি। অনেকেই চশমার ময়লা পরিষ্কার করতে গিয়ে কাচ নষ্ট করে ফেলেন। কারণ অনেকেই জামার বা গেঞ্জির তলার কাপড় দিয়ে কাচ পরিষ্কার করে নেন। তাতে ধুলো ময়লা থাকে। সেগুলি চশমার কাচ নষ্ট করে দেয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
শুধু কাচ নষ্ট করাই নয়। যে কোনও কাপড়ে থাকা জীবাণুও চোখে সংক্রমণ তৈরি করে। ফলে চোখ লাল হওয়া, জল পড়া থেকে চোখে চুলকানি হয়।
শুধু কাচ নষ্ট করাই নয়। যে কোনও কাপড়ে থাকা জীবাণুও চোখে সংক্রমণ তৈরি করে। ফলে চোখ লাল হওয়া, জল পড়া থেকে চোখে চুলকানি হয়।
advertisement
3/8
এ থেকে চোখের বড় ক্ষতিও হতে পারে। তাই চশমা যারা রোজ ব্যবহার করেন, তাদের কিন্তু চশমা পরিষ্কার রাখতেই হবে।
এ থেকে চোখের বড় ক্ষতিও হতে পারে। তাই চশমা যারা রোজ ব্যবহার করেন, তাদের কিন্তু চশমা পরিষ্কার রাখতেই হবে।
advertisement
4/8
কী করে এই সমস্যা এড়াবেন? কী করে চশমা পরিষ্কার করবেন? রইল সন্ধান। প্রথমেই মাথায় রাখুন, চশমার কাচ পরিষ্কার করার সময়ে যে কোনও কাপড় ব্যবহার করবেন না। মাইক্রোফাইবার জাতীয় কাপড় ব্যবহার করুন। তাতে কাচ ভাল থাকবে।
কী করে এই সমস্যা এড়াবেন? কী করে চশমা পরিষ্কার করবেন? রইল সন্ধান। প্রথমেই মাথায় রাখুন, চশমার কাচ পরিষ্কার করার সময়ে যে কোনও কাপড় ব্যবহার করবেন না। মাইক্রোফাইবার জাতীয় কাপড় ব্যবহার করুন। তাতে কাচ ভাল থাকবে।
advertisement
5/8
চশমা পরিষ্কার করার সবচেয়ে সহজ রাস্তা হল দাঁতের মাজন ব্যবহার করা। টুথপেস্ট কাচে ভাল করে মাখিয়ে তা ধুয়ে নিলেই চশমার কাচ পরিষ্কার।
চশমা পরিষ্কার করার সবচেয়ে সহজ রাস্তা হল দাঁতের মাজন ব্যবহার করা। টুথপেস্ট কাচে ভাল করে মাখিয়ে তা ধুয়ে নিলেই চশমার কাচ পরিষ্কার।
advertisement
6/8
এক চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট দিয়ে চশমার কাচ ভাল করে পরিষ্কার করে নিতে পারেন।
এক চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট দিয়ে চশমার কাচ ভাল করে পরিষ্কার করে নিতে পারেন।
advertisement
7/8
বেকিং সোডার সঙ্গে জলের বদলে ভিনিগারও মিশিয়ে নিতে পারেন। তাতে চশমা আরও ভাল করে পরিষ্কার হবে।
বেকিং সোডার সঙ্গে জলের বদলে ভিনিগারও মিশিয়ে নিতে পারেন। তাতে চশমা আরও ভাল করে পরিষ্কার হবে।
advertisement
8/8
কিছুই না থাকলে হাত ধোওয়ার লিকুইড সাবান দিয়ে কচলে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
কিছুই না থাকলে হাত ধোওয়ার লিকুইড সাবান দিয়ে কচলে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement