রোদচশমায় অথবা চশমায় স্ক্র্যাচ পড়ে দেখতে সমস্যা? কুছ পরোয়া নেই! সামান্য ঘরোয়া উপাদানেই গায়েব হবে দাগ

Last Updated:
Eyeglass and Sunglass Cleaning Tips: শুধু রোদচশমাতেই নয়, নিয়মিত ব্যবহারের ফলে চশমার কাচেও স্ক্র্যাচ পড়ে যায়। এমনকী অনেক সময় তা পরিষ্কার করার সময়ও এটা ঘটতে থাকে।
1/5
গরমকালে বাইরে বেরোনো মানেই তো ছাতা আর রোদচশমা মাস্ট! রোদচশমা বা সানগ্লাস চোখকে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা তো করেই। সেই সঙ্গে এটা স্টাইলিংয়ের অংশও হয়ে উঠেছে। তবে রোদচশমা ব্যবহার করতে করতে তার উপর স্ক্র্যাচ পড়ে যেতে শুরু করে। শুধু রোদচশমাতেই নয়, নিয়মিত ব্যবহারের ফলে চশমার কাচেও স্ক্র্যাচ পড়ে যায়। এমনকী অনেক সময় তা পরিষ্কার করার সময়ও এটা ঘটতে থাকে।
গরমকালে বাইরে বেরোনো মানেই তো ছাতা আর রোদচশমা মাস্ট! রোদচশমা বা সানগ্লাস চোখকে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা তো করেই। সেই সঙ্গে এটা স্টাইলিংয়ের অংশও হয়ে উঠেছে। তবে রোদচশমা ব্যবহার করতে করতে তার উপর স্ক্র্যাচ পড়ে যেতে শুরু করে। শুধু রোদচশমাতেই নয়, নিয়মিত ব্যবহারের ফলে চশমার কাচেও স্ক্র্যাচ পড়ে যায়। এমনকী অনেক সময় তা পরিষ্কার করার সময়ও এটা ঘটতে থাকে।
advertisement
2/5
স্ক্র্যাচ পড়লে নানা সমস্যা তৈরি হয়। সঠিক ভাবে দেখা যায় না। কিন্তু এই স্ক্র্যাচের দাগ দূর করার উপায় না পেয়ে অনেকেই সাধের রোদচশমা বাতিল করে দিতে বাধ্য হন। আসলে এই দাগ দূর করার উপায় খুবই সহজ। সামান্য ঘরোয়া উপকরণেই কিন্তু এই দাগ দূর করা সম্ভব। আলোচনা করে নেওয়া যাক, সেই সব সহজ উপায়ের প্রসঙ্গে।
স্ক্র্যাচ পড়লে নানা সমস্যা তৈরি হয়। সঠিক ভাবে দেখা যায় না। কিন্তু এই স্ক্র্যাচের দাগ দূর করার উপায় না পেয়ে অনেকেই সাধের রোদচশমা বাতিল করে দিতে বাধ্য হন। আসলে এই দাগ দূর করার উপায় খুবই সহজ। সামান্য ঘরোয়া উপকরণেই কিন্তু এই দাগ দূর করা সম্ভব। আলোচনা করে নেওয়া যাক, সেই সব সহজ উপায়ের প্রসঙ্গে।
advertisement
3/5
 টুথপেস্ট: সামান্য টুথপেস্টের মাধ্যমে কীভাবে এই স্ক্র্যাচ দূর হবে? এটাও সম্ভব? হ্যাঁ হ্যাঁ, একেবারেই সম্ভব! ছোট্ট এই উপকরণের সাহায্যেই রোদচশমা কিংবা চশমার স্ক্র্যাচের দাগ দূর করা সম্ভব। এর জন্য একটি পরিষ্কার নরম কাপড়ে একটু টুথপেস্ট লাগিয়ে নিতে হবে। এবার সেই কাপড় দিয়ে হালকা হাতে ঘষে নিতে হবে রোদচশমা কিংবা চশমা। এতে কিছুক্ষণের মধ্যেই গায়েব হবে স্ক্র্যাচের দাগ। এমনকী রোদচশমা বা চশমা একেবারে নতুনের মতো দেখাবে।
টুথপেস্ট: সামান্য টুথপেস্টের মাধ্যমে কীভাবে এই স্ক্র্যাচ দূর হবে? এটাও সম্ভব? হ্যাঁ হ্যাঁ, একেবারেই সম্ভব! ছোট্ট এই উপকরণের সাহায্যেই রোদচশমা কিংবা চশমার স্ক্র্যাচের দাগ দূর করা সম্ভব। এর জন্য একটি পরিষ্কার নরম কাপড়ে একটু টুথপেস্ট লাগিয়ে নিতে হবে। এবার সেই কাপড় দিয়ে হালকা হাতে ঘষে নিতে হবে রোদচশমা কিংবা চশমা। এতে কিছুক্ষণের মধ্যেই গায়েব হবে স্ক্র্যাচের দাগ। এমনকী রোদচশমা বা চশমা একেবারে নতুনের মতো দেখাবে।
advertisement
4/5
বেকিং সোডা: চশমার স্ক্র্যাচের দাগ দূর করতেও বেকিং সোডার সাহায্য নেওয়া যেতে পারে। এর জন্য জলে বেকিং সোডা মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এবার এই মিশ্রণটি সানগ্লাসে লাগিয়ে একটি নরম কাপড় দিয়ে হালকা হাতে ঘষে ঘষে মুছে ফেলতে হবে। এতে ধীরে ধীরে সানগ্লাসের স্ক্র্যাচের দাগ দূর হবে।
বেকিং সোডা: চশমার স্ক্র্যাচের দাগ দূর করতেও বেকিং সোডার সাহায্য নেওয়া যেতে পারে। এর জন্য জলে বেকিং সোডা মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এবার এই মিশ্রণটি সানগ্লাসে লাগিয়ে একটি নরম কাপড় দিয়ে হালকা হাতে ঘষে ঘষে মুছে ফেলতে হবে। এতে ধীরে ধীরে সানগ্লাসের স্ক্র্যাচের দাগ দূর হবে।
advertisement
5/5
উইন্ডশীট ওয়াটার রিপেলেন্ট: উইন্ডশীট ওয়াটার রিপেলেন্ট সাধারণত গাড়ির কাচ পলিশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে রোদচশমা পরিষ্কার করার ক্ষেত্রেও এটা দারুণ কার্যকর। এর ব্যবহারে গাড়ির কাচের মতোই রোদচশমাও একেবারে চকচক করবে। এর জন্য চশমার উপর উইন্ডশিল্ড ওয়াটার রিপেলেন্ট লাগাতে হবে। এর পরে পরিষ্কার মাইক্রোফাইবার বা সুতির কাপড় দিয়ে মুছতে হবে।
উইন্ডশীট ওয়াটার রিপেলেন্ট: উইন্ডশীট ওয়াটার রিপেলেন্ট সাধারণত গাড়ির কাচ পলিশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে রোদচশমা পরিষ্কার করার ক্ষেত্রেও এটা দারুণ কার্যকর। এর ব্যবহারে গাড়ির কাচের মতোই রোদচশমাও একেবারে চকচক করবে। এর জন্য চশমার উপর উইন্ডশিল্ড ওয়াটার রিপেলেন্ট লাগাতে হবে। এর পরে পরিষ্কার মাইক্রোফাইবার বা সুতির কাপড় দিয়ে মুছতে হবে।
advertisement
advertisement
advertisement