Eye Twitching Problem: মাঝে মাঝেই চোখের পাতা কাঁপে? কুসংস্কার নয়, আপনি হয়তো জটিল রোগে ভুগছেন, জানুন

Last Updated:
Eye Twitching Problem: মাঝে মাঝেই চোখের পাতা কাঁপে? এটি কি কুসংস্কার নাকি রয়েছে অন্য কোনও কারণ? জানুন ডাক্তার কী বলছেন।
1/8
মাঝে মাঝেই চোখের পাতা কাঁপে? এটি কি কুসংস্কার নাকি রয়েছে অন্য কোনও কারণ? জানুন ডাক্তার কী বলছেন।
মাঝে মাঝেই চোখের পাতা কাঁপে? এটি কি কুসংস্কার নাকি রয়েছে অন্য কোনও কারণ? জানুন ডাক্তার কী বলছেন।
advertisement
2/8
কম ঘুম হলেও লাফাতে পারে চোখের পাতা। ঘুম শরীরের স্ট্রেস দূর করতে সাহায্য করে। দীর্ঘ সময় ধরে জেগে থাকার ফলে চোখের পাতা লাফিয়ে ঘুমের দাবি জানায়।
কম ঘুম হলেও লাফাতে পারে চোখের পাতা। ঘুম শরীরের স্ট্রেস দূর করতে সাহায্য করে। দীর্ঘ সময় ধরে জেগে থাকার ফলে চোখের পাতা লাফিয়ে ঘুমের দাবি জানায়।
advertisement
3/8
চোখের বিভিন্ন অংশের প্রদাহ কিংবা চোখের জল শুকিয়ে যাওয়ার উপসর্গ হিসাবেও কারও কারও চোখের পাতা লাফায়। এমনকি কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও এরকম হয়ে থাকে।
চোখের বিভিন্ন অংশের প্রদাহ কিংবা চোখের জল শুকিয়ে যাওয়ার উপসর্গ হিসাবেও কারও কারও চোখের পাতা লাফায়। এমনকি কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও এরকম হয়ে থাকে।
advertisement
4/8
চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, চোখের পাতা লাফানোর একটি কারণ হতে পারে পর্যাপ্ত ঘুমের অভাব। ব্যস্ততার কারণে অনেক সময় প্রয়োজনীয় ঘুম হয় না। ক্লান্তি থেকে চোখের পাতা লাফাতে পারে।
চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, চোখের পাতা লাফানোর একটি কারণ হতে পারে পর্যাপ্ত ঘুমের অভাব। ব্যস্ততার কারণে অনেক সময় প্রয়োজনীয় ঘুম হয় না। ক্লান্তি থেকে চোখের পাতা লাফাতে পারে।
advertisement
5/8
চোখের উপর অতিরিক্ত স্ট্রেস পড়লে এমন ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে চোখের উপর ডিজিটাল পর্দার আলো পড়ে। এর থেকেই চোখের পাতা কাঁপার মতন ঘটনা ঘটে।
চোখের উপর অতিরিক্ত স্ট্রেস পড়লে এমন ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে চোখের উপর ডিজিটাল পর্দার আলো পড়ে। এর থেকেই চোখের পাতা কাঁপার মতন ঘটনা ঘটে।
advertisement
6/8
চোখে কন্ট্যাক্ট লেন্স ঠিকমতন না বসানো কিংবা বয়সজনিত কারণে চোখের নার্ভ দুর্বল হয়ে পড়ে। চোখের শুষ্কতার কারণেও চোখের পাতা লাফায়।
চোখে কন্ট্যাক্ট লেন্স ঠিকমতন না বসানো কিংবা বয়সজনিত কারণে চোখের নার্ভ দুর্বল হয়ে পড়ে। চোখের শুষ্কতার কারণেও চোখের পাতা লাফায়।
advertisement
7/8
যদি দেখেন সকালে উঠে চোখের পাতা ভারী লাগছে, মাঝেমধ্যেই চোখের পাতা কাঁপছে, সেই সঙ্গেই চোখে চুলকানি, অনবরত চোখ থেকে জল পড়ার সমস্যা দেখা দিচ্ছে, তা হলে বুঝতে হবে অ্যালার্জিজনিত কিছু সমস্যা হচ্ছে।
যদি দেখেন সকালে উঠে চোখের পাতা ভারী লাগছে, মাঝেমধ্যেই চোখের পাতা কাঁপছে, সেই সঙ্গেই চোখে চুলকানি, অনবরত চোখ থেকে জল পড়ার সমস্যা দেখা দিচ্ছে, তা হলে বুঝতে হবে অ্যালার্জিজনিত কিছু সমস্যা হচ্ছে।
advertisement
8/8
ঠান্ডা লেগে অ্যালার্জি হয় অনেকের, কারও আবার কিছু বিশেষ খাবারে অ্যালার্জি থাকে। রাইনিটিস থাকলেও এমন হতে পারে।
ঠান্ডা লেগে অ্যালার্জি হয় অনেকের, কারও আবার কিছু বিশেষ খাবারে অ্যালার্জি থাকে। রাইনিটিস থাকলেও এমন হতে পারে।
advertisement
advertisement
advertisement