Extramarital Affair Causes: ভালবাসা হারালে জন্ম নেয় পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক! দেরি না করে জানুন, কেন ভাঙে সম্পর্কের বাঁধন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Extramarital Affair Causes: পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে মূলত মানসিক অতৃপ্তি, শারীরিক একঘেয়েমি, নতুনত্বের আকর্ষণ ও সুযোগের কারণে। সম্পর্ক বাঁচাতে দরকার খোলামেলা কথা, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা। দাম্পত্য জীবনে সমস্যা এড়াতে সম্পর্কের যত্ন নিন...
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পরিস্থিতি ও প্রযুক্তির সুযোগ: আজকের দিনে সোশ্যাল মিডিয়া, অফিস ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যোগাযোগ সহজ হয়ে যাওয়ায় সম্পর্ক গড়ে তোলাও সহজ হয়েছে। অতিরিক্ত সুযোগ ও দুর্বল সীমারেখার কারণে মানুষ আকৃষ্ট হয়ে পড়ছে। কখনও কখনও মদ্যপান, ভ্রমণ বা একাকীত্ব থেকেও সাময়িক সম্পর্ক তৈরি হয় যা পরে গভীর আবেগের সম্পর্কে রূপ নেয়।
advertisement
এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কোনো এক পক্ষের ভুল নয়, বরং এটি এমন কিছু মানসিক ও আবেগজনিত চাহিদার প্রকাশ যা দাম্পত্য সম্পর্কে উপেক্ষিত হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনের মধ্যে খোলামেলা কথা, সম্মান, সময় ও বোঝাপড়া দরকার। কোনো বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর আগে দুজন মিলে সৎভাবে আলোচনা ও প্রয়োজনে কাপল কাউন্সেলিং নেওয়া শ্রেয়।
advertisement
দিল্লির মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অরুন্ধতী সেন বলেছেন, "বিবাহবহির্ভূত সম্পর্ক অনেকসময় সম্পর্কের গভীর মানসিক সংকেত বহন করে। আমরা যখন কাউন্সেলিং করি, তখন দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই এই সম্পর্কের মূল কারণ হলো আবেগগত অবহেলা, দাম্পত্যে যোগাযোগের অভাব বা পুরনো সম্পর্কের ক্লান্তি। সততার সঙ্গে পারস্পরিক আলোচনা এবং প্রফেশনাল সাহায্যই হতে পারে এই সমস্যার সঠিক সমাধান।"
advertisement