মোটা হয়ে যাচ্ছেন? কোন সময় ব্যায়াম করলে তরতরিয়ে কমবে ওজন? কী বলছে গবেষণা?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Exercise in Morning: ওজন কমানোর সবথেকে কার্যকর উপায় হল সকালের ব্যায়াম। এমনকী, গবেষণাতেও এর প্রমাণ পাওয়া গিয়েছে।
advertisement
আসলে গবেষকরা সকাল, বিকেল এবং সন্ধ্যায় ব্য়ায়ামের কার্যকারিতা ও উপকারিতা নিয়ে একটি তুলনামূলক গবেষণা করেছেন। তাতে দেখা গিয়েছে যে, সকালের ব্যায়াম স্থূলতা কমানোর জন্য সেরা। এর আগে অবশ্য ব্যায়ামের সময়কাল নিয়ে গবেষণা হয়নি। বরং ব্য়ায়ামের তীব্রতা, ধরনের উপর জোর দেওয়া হয়েছিল। পরে শারীরিক কসরতের সঠিক সময় নির্ধারণ করার জন্য কয়েকটি গবেষণা করা হয়েছে। এক নয়া গবেষণা থেকে জানা গিয়েছে যে, একটি নির্দিষ্ট সময়ের জন্য মাঝারি থেকে দ্রুত তীব্রতার ব্যায়াম করা উচিত। এতে ওজন তরতরিয়ে কমবে।
advertisement
advertisement
২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে আমেরিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষার জন্য একটি সমীক্ষা চালিয়েছিল। তাতে অংশগ্রহণ করে ছিলেন ৫২৮৫ জন। সকাল, বিকেল এবং সন্ধ্যায় শারীরিক কসরত করানো হয় ওই অংশগ্রহণকারীদের। তাতে দেখা গিয়েছে যে, সকালের ব্যায়াম এবং স্থূলতার হার হ্রাসের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে। অর্থাৎ গবেষকেরা দেখেছেন যে, যাঁরা সকালে শারীরিক কসরত করেছেন, তাঁদের দেহের ওজন তো হ্রাস পেয়েছেই। সেই সঙ্গে কোমরের মাপও কমেছে।
advertisement
এর পাশাপাশি গবেষণায় এ-ও দেখা গিয়েছে যে, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং কম ক্যালোরি গ্রহণ করার পরেও সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে আলস্য ভাব ছিল। তবে তাঁদের ওজন সংক্রান্ত ফলাফলে কোনও তারতম্য দেখা যায়নি। এই গবেষণার ব্যবহারিক প্রভাবের রূপরেখা তুলে ধরে আচরণগত ওজন ব্যবস্থাপনার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রেবেকা রুকোস্কি বলেছেন যে, সকালের ব্যায়ামের রুটিন বজায় রাখার অনেক সুবিধাও রয়েছে।
advertisement