অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি হাইপারগ্লাইসেমিয়া, অ্যান্টি ইনফ্লেম্যাটরির মতো উপাদানও প্রচুর আছে বেরিজাতীয় ফলে৷ প্রতিদিন একপাত্র বেরিজাতীয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷ চেহারায় বয়সের ছাপ ধরা পড়ে না৷ ওজন নিয়ন্ত্রিত হওয়ার পাশাপাশি বজায় থাকে ইউরিনারি ট্র্যাক্টের সুস্বাস্থ্য৷
উন্নতশীল দেশে সজনেডাঁটা পুষ্টির উৎস বহু প্রজন্ম ধরেই৷ শতকের পর শতক ধরে একে ব্যবহার করা হচ্ছে এর ওষধি ও স্বাস্থ্যগুণের জন্য৷ সজনে গাছের পাতা বা সজনেশাকেও প্রচুর মিনারেল, ভিটামিন ও অন্যান্য দরকারি ফাইটোকেমিক্যাল আছে৷ অ্যান্টি ক্যানসার, অ্যান্টি ইনফ্লেম্যাটরি, অ্যান্টি ডায়াবেটিক হিসেবে সমাদৃত সজনেডাঁটা ও সজনেশাক৷ অ্যান্টি অক্সিড্যান্ট সজনেশাক ও সজনেডাঁটায় আছে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও৷ সজনেডাঁটার আয়রন ও জিঙ্ক শুক্রাণুর গুণমান বৃদ্ধি করে৷