WhatsApp সিস্টার কনসার্ন ফেসবুকের সঙ্গে গুগলের একটি সমঝোতা হয়েছে যেখানে আপনার WhatsApp ব্যবহারকারীরা ব্যাকআপ ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখতে পারবেন এবং তা সম্পূর্ণ বিনামূল্যে ৷ এই সমঝোতার অনুযায়ী ১২ নভেম্বরের আগে সমস্ত ব্যাকআপ ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়েছেন সেটা নিশ্চিত করতে হবে ৷ এরপর থেকে ভিডিও, চ্যাট, ছবি সহ সব ডেটা গুগল সরাসরি ব্যাকআপ নিয়ে নেবে ৷ ছবি সংগৃহীত ৷
১২ নভেম্বর থেকে WhatsApp আপডেট নিলেই ভিডিও, চ্যাট, ছবি পুরনো সব ব্যাকআপ যা বছরভর আপডেট করেননি সেগুলি সবই অটো ডিলিট হয়ে যাবে ৷ তাই ১২ নভেম্বরের আগে আপনার ভিডিও, চ্যাট, ছবি ইত্যাদির ব্যাকআপ নিশ্চিত করুন ৷ সংস্থার তরফ থেকে WhatsApp সমস্ত ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে ব্যাকআপ নেওয়ার সময়ে ওয়াইফাই সংযুক্ত করতে হবে ৷ যেহেতু বিভিন্ন সাইজের ফাইলগুলি তাই অতিরিক্ত ডেটা খরচ হতে পারে এই ব্যাকআপ নেওয়ার ফলেই ৷ ছবি সংগৃহীত ৷