Electric Scooter : ইলেকট্রিক স্কুটার কেনার প্ল্যান? জেনে নিন সম্প্রতি লঞ্চ হওয়া একগুচ্ছ ই-স্কুটারের খুঁটিনাটি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Electric Scooter : ১৫ অগস্ট ভারতে লঞ্চ হয়েছে ওলার প্রথম ইলেকট্রিক স্কুটার। দু’টি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ওলার ইলেকট্রিক স্কুটার।
advertisement
advertisement
advertisement
ওলা সংস্থার দাবি, এস১ প্রো ভ্যারিয়েন্টে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে সময় লাগে মাত্র ৩ সেকেন্ড। একই পরিমাণ স্পিড তুলতে এস১ ভ্যারিয়েন্টে সময় লাগে ৩.৬ সেকেন্ড। দুই ভ্যারিয়েন্টে (এস১ এবং এস১ প্রো) ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে যথাক্রমে সময় লাগে ৭ সেকেন্ড এবং ৫ সেকন্ড। এস১ মডেল ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা ৪৮ মিনিট। এস১ প্রো মডেলে পুরো চার্জ হতে সময় লাগে ৬ ঘণ্টা ৩০ মিনিট। সংগৃহীত ছবি।
advertisement
সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটার- বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকেল নির্মাণের স্টার্ট আপ সংস্থা সিম্পল এনার্জি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ‘সিম্পল ওয়ান’ লঞ্চ করেছে ভারতে। ওলার ই-স্কুটারের সঙ্গে একই দিনে অর্থাৎ ১৫ অগস্টই ভারতে লঞ্চ হয়েছে ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ান। ওলার ই-স্কুটারের মতোই এখানেও রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। সিম্পল ওয়ান ই-স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার। এছাড়া ০ থেকে ৪০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে সময় লাগে মাত্র ২.৯ সেকেন্ড। চারটি রাইডিং মোড রয়েছে এই ই-স্কুটারে। সেগুলি হল- Eco, Ride, Dash এবং Sonic। এই ই-স্কুটারের দাম ১,০৯,৯৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম)।
advertisement
বাজাজ চেতক- ভারতের একাধিক শহরে বাজাজ অটোমোবাইল সংস্থার ‘চেতক’ ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং এবং বিক্রি শুরু হয়েছে। গত বছর প্রথম ভারতে চেতক ই-স্কুটার লঞ্চ করেছিল বাজাজ সংস্থা। লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এই ব্যাটারির সাহায্যে ইকো মোডে ৯৫ কিলোমিটার এবং স্পোর্ট মোডে ৮৫ কিলোমিটার সফর সম্ভব।
advertisement
advertisement
advertisement