Electric Bill Hacks: বিদ্যুতের বিল কমবে এক লাফে, আপনি যদি ছোট্ট কয়েকটি টিপস মানেন নিজের বাড়িতে, বিদ্যুতের বিল হবে হাতের মুঠোয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Electric Bill Hacks: আপনার পকেটে প্রতি মাসে চাপ পড়ছে, ইলেকট্রিসিটি বিল হু হু কমবে এই সহজ উপায়ে৷
Electric Bill Hacks: প্রতিটা সংসারেই একটা বাজেট থাকে, মানুষ হিসেব করে সেই বাজেটের সঙ্গে খাপ খাইয়ে নিজের মতো করে চলে৷ সংসারে কিছু খরচ প্রতি মাসেই দিতে হয়, তাতে যেমন থাকে মাসকাবারি জিনিস তেমনিই প্রতি মাসেই দিতেই হয় বিদ্যুতের বিলও৷ কিন্তু এখন আপনি যেখানেই বাস করুন এবং যে বিদ্যুৎ পরিষেবা দানকারী সংস্থার থেকে বিদ্যুৎ ব্যবহার করুন ইউনিট প্রতি চার্জ অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ Photo- Representative
advertisement
তাই বিদ্যুৎ খরচ যদি খানিকটা হলেও নিয়ন্ত্রণ করা যায় তাহলে পকেটের উপর অনেকটাই কম চাপ পড়ে৷ তা বলে কোনও অনৈতিক উপায়ে বিদ্যুৎ ব্যবহার কমানোর পরামর্শ কখনই কারোর থেকে শোনা উচিত নয়, এতে আরও বড় ক্ষতির সম্ভাবনা থাকতে পারে৷ জেনে নিন বিশেষজ্ঞেরা বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখার জন্য কী ধরণের পরামর্শ দেন৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মাইক্রোওয়েভ বা ইনডাকশন ওভেন রান্নার কাজে ব্যবহার হয়ে গেলে মেন সুইচটা অফ করে দেবেন , মেশিন ব্যবহার না হলেও মেন সুইচ জ্বালিয়ে রাখা একেবারেই ভাল অভ্যাস নয়, এতে বিদ্যুতের বিল বাড়তে পারে পাশাপাশি সর্বক্ষণ ওই চ্যানেল দিয়ে বিদ্যুৎ সরবরাহ জারি থাকে বলে তা বিভিন্ন বিপদের কারণও হতে পারে৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement