Pizza Increase Risk of Cancer: পিৎজা-তে লুকিয়ে ভয়ঙ্কর 'বিষ'! রোজ খেলেই মারাত্মক ক্ষতি, গবেষণায় সামনে এল শিউরে ওঠা তথ্য, সাবধান না হলেই...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Pizza Increase Risk of Cancer: খিদে পেলেই পিৎজা খেতে বড্ড বেশি ভালবাসেন৷ তবে জানেন কি, সুস্বাদু এই পিৎজার মধ্যে লুকিয়ে রয়েছে বিষ, যা শরীরে গিয়ে একাধিক সমস্যার সৃষ্টি করছে৷
advertisement
advertisement
advertisement
গবেষণায় আরও বলা হয়েছে যে ৩৫০ গ্রাম পিৎজা এক প্যাকেট খাস্তা জিনিসের সমান। অন্যান্য অতি প্রক্রিয়াজাত খাবারের মধ্যে রয়েছে কেক, পানীয়, মিষ্টি এবং অনেক ধরনের ফাস্ট ফুড। এই গবেষণায় সাড়ে চার লাখ মানুষ অন্তর্ভুক্ত ছিল। এসব মানুষের নিয়মিত খাদ্যাভ্যাস লক্ষ্য করে দেখা গেছে, যারা নিয়মিত পিৎজা খান তাদের মধ্যে মুখ ও গলার ক্যানসারের ঝুঁকি ২৫ শতাংশ পর্যন্ত বেশি।
advertisement
গবেষণায় আরও দেখা গেছে, তরুণ প্রজন্ম বেশি করে খায় এই পিৎজা ও প্রক্রিয়াজাত খাবার৷ গবেষণায় আরও প্রকাশ করা হয়েছে যে যারা বেশি আল্ট্রা-প্রসেসড খাবার খান তাদের অ্যালকোহল খাওয়ার প্রবণতা কম ছিল। কিন্তু তারা অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে আরও চর্বি, সোডিয়াম এবং কার্বোহাইড্রেট খান। এই সমস্ত জিনিস অত্যন্ত ক্ষতিকারক শরীরের জন্য। অতি-প্রক্রিয়াজাত খাবার যত কম গ্রহণ করা হবে, শরীরে ক্যানসার হওয়ার ঝুঁকি তত কম হবে। ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।