যখন তখন ডিনারের অভ্যাস ক্ষতিকর! শীতকালে রাতের খাবার খাওয়ার সঠিক সময় কোনটা, না জানলে ভুল করবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Right Time to Eat Dinner in Winter: দিনের আলো থাকা অবস্থায় শরীরের মেটাবলিজ়ম বেশি সক্রিয় থাকে। তাই সকালের ব্রেকফাস্ট ও দুপুরের খাবার হওয়া উচিত তুলনামূলক বেশি পুষ্টিকর।
advertisement
advertisement
advertisement
ক্রোনোনিউট্রিশন: কখন খাবেন, সেটিও গুরুত্বপূর্ণ সাম্প্রতিক গবেষণা বলছে, শুধু কী খাচ্ছেন তা নয়—কখন খাচ্ছেন সেটাও স্বাস্থ্যের উপর গভীরভাবে প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, রাত ১০টার মতো দেরিতে রাতের খাবার খেলে রক্তে সুগারের মাত্রা বাড়তে পারে এবং ফ্যাট বার্নিং কমে যায়, যদিও খাবারের পরিমাণ ও ঘুমের সময় এক থাকে। বিপরীতে সন্ধ্যা ছ’টার দিকে খাবার খেলে শরীর তা সহজে হজম করতে পারে।
advertisement
আগে খাবার খেলে যেসব উপকার হয়--- দিনের প্রথমার্ধে ক্যালোরি বেশি গ্রহণ করা এবং রাতের খাবার হালকা ও আগে রাখা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। এতে ওজন নিয়ন্ত্রণ, রক্তচাপ, রক্তে সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। আগে খাবার খেলে মেটাবলিজ়ম ভালোভাবে কাজ করে, হরমোন ভারসাম্য থাকে, হজম উন্নত হয় এবং ঘুমের গুণগত মান বাড়ে। এর ফলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও কমে।
advertisement
