Tips to Dry up Wet Clothes on a Rainy Day: বৃষ্টিভেজা দিনে জামাকাপড় শোকাতে নাজেহাল? রইল সহজ টিপস! মেঘলা ওয়েদারেও ভিজে কাপড় খটখটে!

Last Updated:
Tips to Dry up Wet Clothes on a Rainy Day: বৃষ্টিভেজা দিনে জামাকাপড় শোকানোর সবথেকে বড় শর্ত কাচার পর ভাল করে নিংড়ে চিপে নেওয়া। জল ভাল করে ঝরিয়ে নিলে জামাকাপড় শোকাতে সময় কম লাগবে।
1/8
একেই ভ্যাপসা গরম ছিল। তার উপর রিমল রোষে বৃষ্টির তাণ্ডব চলছে। ফলে আর্দ্রতা বেড়ে গিয়েছে কয়েক গুণ। এরকম দিনে ভিজে জামাকাপড় শুকিয়ে তোলা গৃহিণীদের কাছে বড় চ্যালেঞ্জ।
একেই ভ্যাপসা গরম ছিল। তার উপর রিমল রোষে বৃষ্টির তাণ্ডব চলছে। ফলে আর্দ্রতা বেড়ে গিয়েছে কয়েক গুণ। এরকম দিনে ভিজে জামাকাপড় শুকিয়ে তোলা গৃহিণীদের কাছে বড় চ্যালেঞ্জ।
advertisement
2/8
বৃষ্টিভেজা দিনে জামাকাপড় শোকানোর সবথেকে বড় শর্ত কাচার পর ভাল করে নিংড়ে চিপে নেওয়া। জল ভাল করে ঝরিয়ে নিলে জামাকাপড় শোকাতে সময় কম লাগবে।
বৃষ্টিভেজা দিনে জামাকাপড় শোকানোর সবথেকে বড় শর্ত কাচার পর ভাল করে নিংড়ে চিপে নেওয়া। জল ভাল করে ঝরিয়ে নিলে জামাকাপড় শোকাতে সময় কম লাগবে।
advertisement
3/8
বাড়িতে টেবিল ফ্যান থাকলে কাজে লাগান এরকম সময়ে। হ্যাঙারে ভেজা জামাকাপড় টাঙিয়ে টেবিল ফ্যানের সামনে রাখুন। ফ্যানের হাওয়ায় জামাকাপড় শুকিয়ে যাবে।
বাড়িতে টেবিল ফ্যান থাকলে কাজে লাগান এরকম সময়ে। হ্যাঙারে ভেজা জামাকাপড় টাঙিয়ে টেবিল ফ্যানের সামনে রাখুন। ফ্যানের হাওয়ায় জামাকাপড় শুকিয়ে যাবে।
advertisement
4/8
কুল সেটিং অপশনে রাখুন হেয়ার ড্রায়ারকে। তার পর জামাকাপড় থেকে ৬ ইঞ্চি দূরে রাখুন ড্রায়ার। তার পর জামাকাপড় শুকিয়ে নিন। তবে ওভারহিটিং করবেন না।
কুল সেটিং অপশনে রাখুন হেয়ার ড্রায়ারকে। তার পর জামাকাপড় থেকে ৬ ইঞ্চি দূরে রাখুন ড্রায়ার। তার পর জামাকাপড় শুকিয়ে নিন। তবে ওভারহিটিং করবেন না।
advertisement
5/8
আধ শুকনো হয়ে এলে সেই জামাকাপড় ইস্ত্রি করে নিন। এতে একদিকে ভিজে জামাকাপড় শুকিয়ে যাবে। আবার কোনও রিঙ্কলও পড়বে না।
আধ শুকনো হয়ে এলে সেই জামাকাপড় ইস্ত্রি করে নিন। এতে একদিকে ভিজে জামাকাপড় শুকিয়ে যাবে। আবার কোনও রিঙ্কলও পড়বে না।
advertisement
6/8
তবে আয়রনিং বোর্ডের উপর শুকনো তোয়ালে রাখুন। তার উপর ভিজে জামাকাপড় রেখে সেটার উপর আরও একটা তোয়ালে দিন। তার পর ইস্ত্রি করুন।
তবে আয়রনিং বোর্ডের উপর শুকনো তোয়ালে রাখুন। তার উপর ভিজে জামাকাপড় রেখে সেটার উপর আরও একটা তোয়ালে দিন। তার পর ইস্ত্রি করুন।
advertisement
7/8
এ বার এভাবে ইস্ত্রি করলে ভিজে জামাকাপড়ে সরাসরি আয়রনিং করতে হবে না। আবার আর্দ্রতাও শুষে নেবে।
এ বার এভাবে ইস্ত্রি করলে ভিজে জামাকাপড়ে সরাসরি আয়রনিং করতে হবে না। আবার আর্দ্রতাও শুষে নেবে।
advertisement
8/8
বাড়িতে যদি ডিহিউমিডিফায়ার থাকে তাহলে ঘরের আর্দ্রতা কমিয়ে নিন। এতে সিলিং ফ্যানের বাতাসে জামাকাপড় শোকাতে সুবিধে হবে।
বাড়িতে যদি ডিহিউমিডিফায়ার থাকে তাহলে ঘরের আর্দ্রতা কমিয়ে নিন। এতে সিলিং ফ্যানের বাতাসে জামাকাপড় শোকাতে সুবিধে হবে।
advertisement
advertisement
advertisement