অফিসের অ্যাসাইনমেন্টের মতো রান্নাঘরের কাজও কম ঝক্কির নয়৷ কারণ বাড়ির এই ঘরের উপর নির্ভর করে বাকি সদস্যর ভালমন্দ৷ তাই বাড়ির গৃহিণীকে অনেক কিছুই মথায় রাখতে হয়৷ কিন্তু তার মাঝেই সবকিছু সামলে কাজ সারতে হয় দ্রুত, নির্দিষ্ট সময়ের মধ্যে৷ তাঁদের সুবিধের জন্য রইল একগুচ্ছ কিচেন হ্যাকস৷ যাতে কাজের সময় বাঁচবে, কমবে ঝক্কিও (Easy kitchen hacks)৷