Ear Pain: কানের ব্যথায় ছটফট? পেইনকিলার নয়, এই সহজ ঘরোয়া উপায়ে ব্যথা গায়েব নিমেষে

Last Updated:
কানের ব্যথা বড় কষ্ট দেয়। অল্প ঠান্ডা লাগলে, সামান্য বৃষ্টি হলে অথবা সর্দি-কাশিতে কফ জমলে কানে ব্যথা হবেই। অনেকেই ইয়ার বাড দিয়ে কানে খোঁচাখুঁচি করেন, তখনও ব্যথা হয়। কান থেকে ব্যথা মাথায় ছড়ায়
1/5
কানের ব্যথা সারাতে এক্সপার্ট অলিভ অয়েল। কানে ব্যথা করলে তিন থেকে চার ফোঁটা অলিভ অয়েল ঢেলে দিতে হবে। অথবা অলিভ অয়েলে কটন বাড ভিজিয়ে কানের ফুটোয় চেপে ধরলে সহজেই ব্যথা থেকে নিস্তার মেলে।
কানের ব্যথা সারাতে এক্সপার্ট অলিভ অয়েল। কানে ব্যথা করলে তিন থেকে চার ফোঁটা অলিভ অয়েল ঢেলে দিতে হবে। অথবা অলিভ অয়েলে কটন বাড ভিজিয়ে কানের ফুটোয় চেপে ধরলে সহজেই ব্যথা থেকে নিস্তার মেলে।
advertisement
2/5
আয়ুর্বেদিক চিকিৎসক অর্ণব ভট্টাচার্য জানান,
আয়ুর্বেদিক চিকিৎসক অর্ণব ভট্টাচার্য জানান, "কানে গরম সেঁক দিলে প্রবল ব্যথাতেও আরাম পাওয়া যায়। কান থেকে পুঁজ বেরলে গরম সেঁক দেওয়া ভাল। তাতে কানের ভিতরে জমে থাকা পুঁজ বেরিয়ে যায়, ব্যথাও কমে।"
advertisement
3/5
ঠান্ডা লেগে কানে ব্যথার চিকিৎসা করার সময় সতর্কতা অবলম্বন করা উচিৎ। কানে কোনও জিনিস ঢোকাবেন না। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ঠান্ডা লেগে কানে ব্যথার চিকিৎসা করার সময় সতর্কতা অবলম্বন করা উচিৎ। কানে কোনও জিনিস ঢোকাবেন না। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে।
advertisement
4/5
কানের ব্যথায় রসুন উপকারী। এতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা কানের সংক্রমণ ও ব্যথা কমায়।
কানের ব্যথায় রসুন উপকারী। এতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা কানের সংক্রমণ ও ব্যথা কমায়।
advertisement
5/5
শুয়ে থাকবেন না। সোজা অবস্থায় বিশ্রাম নিলে কানের ভিতরে চাপের কারণে কানের ব্যথা কমে। কানের বাইরে ভেজা কাপড় চেপে ধরলেও অস্বস্তি কমে।
শুয়ে থাকবেন না। সোজা অবস্থায় বিশ্রাম নিলে কানের ভিতরে চাপের কারণে কানের ব্যথা কমে। কানের বাইরে ভেজা কাপড় চেপে ধরলেও অস্বস্তি কমে।
advertisement
advertisement
advertisement