Durga Puja Travel: দিঘা-পুরীতে ভিড়ের ভয়? নামমাত্র খরচ, কলকাতার কাছেই সরকারি এই রিসর্টে কাটান পুজোর ছুটি, রইল বিস্তারিত
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
খোলামেলা প্রকৃতি, উন্মুক্ত বাতাস। দিঘা যাওয়ার জাতীয় সড়কের পাশে সরকারি ফার্ম হাউস দেবে একঘেঁয়েমি জীবন থেকে মুক্তির স্বাদ।
advertisement
advertisement
দিঘা যাওয়ার পথে সরকারি উদ্যোগে গড়ে ওঠা ক্যানেলের পাশে গাছ গাছালি ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে ওঠা সরকারি ফার্ম হাউস। দিঘা যাওয়ার পথে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে বিশাল জায়গা জুড়ে ফার্ম হাউস। কলকাতা থেকে দিঘা যাওয়ার রাস্তায় ১১৬ বি জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছে ডব্লিউ বি সি এ ডি এর সি ফার্ম হাউস। মারিশদা থানা এলাকার ইড়িঞ্চি ক্যানেলের ধারে গড়ে ওঠা ইকো অ্যান্ড ন্যাচারাল হাব।
advertisement
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর অধীনে সিএডিসি তমলুকের উদ্যোগে গড়ে উঠেছে এই ফার্ম হাউস। কী রয়েছে এই ইকো অ্যান্ড ন্যাচারাল হাব ফার্ম হাউসে! ইড়িঞ্চি ক্যানেলের ধারে গড়ে ওঠা এই ফার্ম হাউসে রয়েছে দুটি কটেজ। একটি ডরমেটারি, রেস্টুরেন্ট। চা কফি স্ন্যাকস সহ পাওয়া যাবে লাঞ্চ ও ডিনার। ঘোরার জন্য বিশাল আমবাগান, বাগানে দোলনার ব্যবস্থা করা হয়েছে, ছেলেমেয়েদের খেলার জন্য পার্ক, সবজি চাষের বাগান, পুকুর। পুকুর ও ইড়িঞ্চি ক্যানেলে বোটিং এর ব্যবস্থা করা হয়েছে। আলাদা স্নানঘর এবং পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট। গাড়ি পার্কিংয়ের সুবিধা। এছাড়াও রয়েছে একটি কমিউনিটি হল।
advertisement
সিএডিসি তমলুক প্রকল্পের ডাইরেক্টর উত্তম লাহা জানিয়েছেন, "ইকো অ্যান্ড ন্যাচারাল হাব ফার্ম হাউসে মোট ২০ টি কটেজ তৈরির চিন্তাভাবনা নেওয়া হয়েছে। বর্তমানে দুটি কটেজ ও ডরমেটরি নিয়েই চলছে। ডুপ্লেক্স রুম সহ বিশাল আমবাগান, দোলনা পুকুর এবং ক্যানেলে বোটিং এর ব্যবস্থা দিঘায় পর্যটকদের পথ ক্লান্তি মেটাবে। এই ইকো অ্যান্ড ন্যাচারাল হাব পরিচালনার দায়িত্বে আছে স্ব-সহায়ক দলের মহিলারা। নিজেদের ফার্মের সবজি, মাছ ও মাংসের রান্না করা বিভিন্ন পদ পাওয়া যাবে।
advertisement
ইকো অ্যান্ড ন্যাচারাল হাব ফার্ম হাউসে তামাক ও মদ্যপানে অনুমতি নেই জন্মদিন সহ ছোটখাটো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া। প্রতিদিনের কটেজ ভাড়া ২৫০০ টাকা। ইকো অ্যান্ড ন্যাচারাল হাব বুকিং এর জন্য ফোন নম্বর ৬২৯৫৫৭৪৮২২, ৮৯১৮৭৭১৯৭৪, ৯৭৩৫৬৫৬৬১০, ৮১৬৭২০৭৬০৪ ফলে এবার ছুটির দিন বা উইকেন্ডে প্রিয়জনের সঙ্গে একাকীত্বে সময় কাটাতে চাইলে অবশ্যই আসুন এই ইকো ন্যাচারাল হাবে। (ছবি ও তথ্য সৈকত শী)
