Home Fragrance: আপনার ঘরকে ভরিয়ে তুলুন সুগন্ধে, পুজোর আড্ডা হক জমজমাট

Last Updated:
Make Your Home Smell Amazing: বাড়িতেই, হাতের কাছে মজুত থাকা উপাদান দিয়ে খুব সহজেই বানান রুম ফ্রেশনার
1/14
পুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি, আর এই উৎসবকে ঘিরে সবারই কিছু পরিকল্পনা থাকে। আর এই করোনা কালে বাড়ির বাইরে গিয়ে প্যান্ডেল হপ্পিং করা হবে বলে মনে হয় না। তাই বাড়িতেই বসবে পুজোর আসর। তাই শুধু ঘর সাজালেই (home decor) কী চলে? দেখতে হবে ঘরে যেন কোনও দুর্গন্ধ (air freshener) না থাকে। তবে তার জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। (Photo Collected)
পুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি, আর এই উৎসবকে ঘিরে সবারই কিছু পরিকল্পনা থাকে। আর এই করোনা কালে বাড়ির বাইরে গিয়ে প্যান্ডেল হপ্পিং করা হবে বলে মনে হয় না। তাই বাড়িতেই বসবে পুজোর আসর। তাই শুধু ঘর সাজালেই (home decor) কী চলে? দেখতে হবে ঘরে যেন কোনও দুর্গন্ধ (air freshener) না থাকে। তবে তার জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। (Photo Collected)
advertisement
2/14
ব্যবহার করতে পারেন বাজারচলতি নানা সুগন্ধের রুম ফ্রেশনার (air freshener) । (Photo Collected)
ব্যবহার করতে পারেন বাজারচলতি নানা সুগন্ধের রুম ফ্রেশনার (air freshener) । (Photo Collected)
advertisement
3/14
জেল এয়ার ফ্রেশনারও (air freshener) ঘরে রাখতে পারেন (Photo Collected)
জেল এয়ার ফ্রেশনারও (air freshener) ঘরে রাখতে পারেন (Photo Collected)
advertisement
4/14
সুগন্ধী মোমবাতিও (scented candles) ব্যবহার করতে পারেন। ঘরে জ্বালাতে পারেন সুগন্ধী ধূপকাঠি। (Photo Collected)
সুগন্ধী মোমবাতিও (scented candles) ব্যবহার করতে পারেন। ঘরে জ্বালাতে পারেন সুগন্ধী ধূপকাঠি। (Photo Collected)
advertisement
5/14
কার্পেটেও অনেক সময় দুর্গন্ধ হয়। তা দূর করতে ব্যবহার পারেন সুগন্ধযুক্ত কার্পেট পাউডার। (Photo Collected)
কার্পেটেও অনেক সময় দুর্গন্ধ হয়। তা দূর করতে ব্যবহার পারেন সুগন্ধযুক্ত কার্পেট পাউডার। (Photo Collected)
advertisement
6/14
কাপড়ের জন্য আলাদা সুগন্ধী পাওয়া যায়। তা বালিশের কভার বা কুশন কভারে স্প্রে করুন। (Photo Collected)
কাপড়ের জন্য আলাদা সুগন্ধী পাওয়া যায়। তা বালিশের কভার বা কুশন কভারে স্প্রে করুন। (Photo Collected)
advertisement
7/14
ঘর মোছার সময় সুগন্ধী ফিনাইল ব্যবহার করুন। লেবু বা ল্যাভেন্ডার ফ্লেভারের ভিনিগারও ব্যবহার করতে পারেন। (Photo Collected)
ঘর মোছার সময় সুগন্ধী ফিনাইল ব্যবহার করুন। লেবু বা ল্যাভেন্ডার ফ্লেভারের ভিনিগারও ব্যবহার করতে পারেন। (Photo Collected)
advertisement
8/14
তাজা সুগন্ধী ফুল দিয়ে ঘর সাজালেও (flower decoration) ঘর হয়ে ওঠে সুরভিত। কোনও পাত্রে জল নিয়ে তাতে ফুল সাজিয়ে রাখলে গন্ধ অনেকক্ষণ পর্যন্ত ঘরে থাকে। অর্কিড, পিস লিলির মতো কিছু গাছ ঘরে রাখলেও ঘর সুরভিত হয়ে ওঠে। (Photo Collected)
তাজা সুগন্ধী ফুল দিয়ে ঘর সাজালেও (flower decoration) ঘর হয়ে ওঠে সুরভিত। কোনও পাত্রে জল নিয়ে তাতে ফুল সাজিয়ে রাখলে গন্ধ অনেকক্ষণ পর্যন্ত ঘরে থাকে। অর্কিড, পিস লিলির মতো কিছু গাছ ঘরে রাখলেও ঘর সুরভিত হয়ে ওঠে। (Photo Collected)
advertisement
9/14
আবার ইচ্ছে করলে বাড়িতেই, হাতের কাছে মজুত থাকা উপাদান দিয়ে খুব সহজেই বানান রুম ফ্রেশনার (home made room freshener)। একটি পাত্রে হালকা গরম জল নিয়ে, তাতে রোজমেরি ও লেবুর টুকরো ফেলে রাখতে পারেন। (Photo Collected)
আবার ইচ্ছে করলে বাড়িতেই, হাতের কাছে মজুত থাকা উপাদান দিয়ে খুব সহজেই বানান রুম ফ্রেশনার (home made room freshener)। একটি পাত্রে হালকা গরম জল নিয়ে, তাতে রোজমেরি ও লেবুর টুকরো ফেলে রাখতে পারেন। (Photo Collected)
advertisement
10/14
কাঠের ছোটো ছোটো টুকরো যে কোনও এসেনশিয়াল অয়েলে ডুবিয়ে ঘরে রাখুন। (Photo Collected)
কাঠের ছোটো ছোটো টুকরো যে কোনও এসেনশিয়াল অয়েলে ডুবিয়ে ঘরে রাখুন। (Photo Collected)
advertisement
11/14
বাজারচলতি বেশকিছু সুগন্ধী মোমবাতি (scented candles) নিন। এবার একটি জারে সেগুলি গলিয়ে রেখে দিন। ঘর ভরে উঠবে সুগন্ধে। (Photo Collected)
বাজারচলতি বেশকিছু সুগন্ধী মোমবাতি (scented candles) নিন। এবার একটি জারে সেগুলি গলিয়ে রেখে দিন। ঘর ভরে উঠবে সুগন্ধে। (Photo Collected)
advertisement
12/14
ঘরের ভিতরে থাকা সিঙ্ক বা নর্দমার মুখ থেকে অনেক সময় দুর্গন্ধ ছড়ায়। ভিনিগার ও লেবুর টুকরো বরফের আকারে জমিয়ে সেখানে ফেলে রাখতে পারেন। (Photo Collected)
ঘরের ভিতরে থাকা সিঙ্ক বা নর্দমার মুখ থেকে অনেক সময় দুর্গন্ধ ছড়ায়। ভিনিগার ও লেবুর টুকরো বরফের আকারে জমিয়ে সেখানে ফেলে রাখতে পারেন। (Photo Collected)
advertisement
13/14
বেকিং সোডার সঙ্গে পছন্দমতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে, তা একটি বোতলে ভরে নিন। বোতলের মুখে ছিদ্র করে ঘরে রেখে দিন। (Photo Collected)
বেকিং সোডার সঙ্গে পছন্দমতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে, তা একটি বোতলে ভরে নিন। বোতলের মুখে ছিদ্র করে ঘরে রেখে দিন। (Photo Collected)
advertisement
14/14
ন্যাপথলিন বল বা ওই জাতীয় সুগন্ধী বল ঘরের আনাচে কানাচে রেখে দিন। রান্নাঘর ও বাথরুম পরিষ্কারের দিকে বিশেষ নজর দিন। (Photo collected)
ন্যাপথলিন বল বা ওই জাতীয় সুগন্ধী বল ঘরের আনাচে কানাচে রেখে দিন। রান্নাঘর ও বাথরুম পরিষ্কারের দিকে বিশেষ নজর দিন। (Photo collected)
advertisement
advertisement
advertisement