শাড়িকে স্টাইলিশ করতে ব্লাউজটাও সাজিয়ে তুলুন এই ভাবে, গোটা প্যান্ডেল হাঁ করে তাকিয়ে থাকবে আপনার দিকেই!

Last Updated:
Puja Fashion: চাই ডিজাইনার ব্লাউজও। যাতে সাজের কেতাদুরস্ত ভাবটা একধাক্কায় বেড়ে যায় অনেকখানি।
1/5
স্টাইল ছাড়া পুজো! জাস্ট ভাবা যায় না। পোশাক থেকে জুতো মায় ঘড়ি, গয়নাতেও চাই ঝলক। প্যান্ডেলের সব লোক যাতে হাঁ করে তাকিয়ে থাকে! তবেই না পুজোর সাজ! কেনাকাটা প্রায় শেষ। গোছা খানেক শাড়িও কেনা হয়েছে নিশ্চয়। কিন্তু সে সব শাড়িকে স্টাইলিশ বানাতে কী করতে হবে জানা আছে? হ্যাঁ, নজর দিতে হবে ব্লাউজের দিকে।
স্টাইল ছাড়া পুজো! জাস্ট ভাবা যায় না। পোশাক থেকে জুতো মায় ঘড়ি, গয়নাতেও চাই ঝলক। প্যান্ডেলের সব লোক যাতে হাঁ করে তাকিয়ে থাকে! তবেই না পুজোর সাজ! কেনাকাটা প্রায় শেষ। গোছা খানেক শাড়িও কেনা হয়েছে নিশ্চয়। কিন্তু সে সব শাড়িকে স্টাইলিশ বানাতে কী করতে হবে জানা আছে? হ্যাঁ, নজর দিতে হবে ব্লাউজের দিকে।
advertisement
2/5
স্টাইল ছাড়া পুজো! জাস্ট ভাবা যায় না। পোশাক থেকে জুতো মায় ঘড়ি, গয়নাতেও চাই ঝলক। প্যান্ডেলের সব লোক যাতে হাঁ করে তাকিয়ে থাকে! তবেই না পুজোর সাজ! কেনাকাটা প্রায় শেষ। গোছা খানেক শাড়িও কেনা হয়েছে নিশ্চয়। কিন্তু সে সব শাড়িকে স্টাইলিশ বানাতে কী করতে হবে জানা আছে? হ্যাঁ, নজর দিতে হবে ব্লাউজের দিকে।
স্টাইল ছাড়া পুজো! জাস্ট ভাবা যায় না। পোশাক থেকে জুতো মায় ঘড়ি, গয়নাতেও চাই ঝলক। প্যান্ডেলের সব লোক যাতে হাঁ করে তাকিয়ে থাকে! তবেই না পুজোর সাজ! কেনাকাটা প্রায় শেষ। গোছা খানেক শাড়িও কেনা হয়েছে নিশ্চয়। কিন্তু সে সব শাড়িকে স্টাইলিশ বানাতে কী করতে হবে জানা আছে? হ্যাঁ, নজর দিতে হবে ব্লাউজের দিকে।
advertisement
3/5
ফ্রন্ট নেক ডিজাইনার ব্লাউজ: পুজোর সময় চাই বোল্ড লুক। হরিণীর মতো চঞ্চল। আবার চিতার মতো গাম্ভীর্য। সাজে এমন যুগলবন্দী চাইলে হল্টার নেক ব্লাউজই আদর্শ। ডিজাইনার সিল্ক শাড়ির সঙ্গে এটা ভাল মানায়। সঙ্গে খোঁপা করার দরকার নেই। বরং খোলা চুলেই সৌন্দর্য ফুটে উঠবে। গাঢ় মেকআপ থাক। সঙ্গে স্টাড কানের দুল আর হাতে বড় আংটি। ব্যস, আর কী চাই!
ফ্রন্ট নেক ডিজাইনার ব্লাউজ: পুজোর সময় চাই বোল্ড লুক। হরিণীর মতো চঞ্চল। আবার চিতার মতো গাম্ভীর্য। সাজে এমন যুগলবন্দী চাইলে হল্টার নেক ব্লাউজই আদর্শ। ডিজাইনার সিল্ক শাড়ির সঙ্গে এটা ভাল মানায়। সঙ্গে খোঁপা করার দরকার নেই। বরং খোলা চুলেই সৌন্দর্য ফুটে উঠবে। গাঢ় মেকআপ থাক। সঙ্গে স্টাড কানের দুল আর হাতে বড় আংটি। ব্যস, আর কী চাই!
advertisement
4/5
ব্যাকলেস নেক ডিজাইন: স্টাইলিশ এবং সাহসী লুক চাইলে পরতে হবে ব্যাকলেস নেক ডিজাইন। সুতির হালকা প্লেইন শাড়ি হোক কিংবা জামদানি বা বালুচরীর মতো ভারী শাড়ি, এই ধরনের ব্লাউজ সব ছন্দে মানিয়ে যাবে। বরং ডিজাইন যাতে নজরকাড়া হয় সেটা খেয়াল রাখতে হবে। পাড়ার দর্জিকে দিয়ে ব্লাউজ জুড়ে মনের মতো নকশাও ফুটিয়ে তোলা যায়। এই ব্লাউজের সঙ্গে আলগোছে অগোছালো খোঁপা ভাল মানায়। সঙ্গে বড় কানের দুল। ঝুমকো হলে বেস্ট। আর হ্যাঁ, এর সঙ্গে হাই হিল পরতে ভুললে চলবে না।
ব্যাকলেস নেক ডিজাইন: স্টাইলিশ এবং সাহসী লুক চাইলে পরতে হবে ব্যাকলেস নেক ডিজাইন। সুতির হালকা প্লেইন শাড়ি হোক কিংবা জামদানি বা বালুচরীর মতো ভারী শাড়ি, এই ধরনের ব্লাউজ সব ছন্দে মানিয়ে যাবে। বরং ডিজাইন যাতে নজরকাড়া হয় সেটা খেয়াল রাখতে হবে। পাড়ার দর্জিকে দিয়ে ব্লাউজ জুড়ে মনের মতো নকশাও ফুটিয়ে তোলা যায়। এই ব্লাউজের সঙ্গে আলগোছে অগোছালো খোঁপা ভাল মানায়। সঙ্গে বড় কানের দুল। ঝুমকো হলে বেস্ট। আর হ্যাঁ, এর সঙ্গে হাই হিল পরতে ভুললে চলবে না।
advertisement
5/5
স্লিভলেস ব্লাউজ: স্লিভলেস পরতে চাইলে পুঁতির কাজ করা ব্লাউজ সবচেয়ে ভাল। হাতায় পার্ল চেইন স্টাইলিংও দুর্দান্ত। চেহারায় আভিজাত্যের ছোঁয়া লাগবে। সাদা রঙের শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ পরা যায়। চাইলে প্যাস্টেল বা ন্যুড কালারের শাড়ির সঙ্গেও স্লিভলেস পার্ল চেইন ভাল মানায়। সঙ্গে খোলা চুলে বড় কানের দুল। মেকআপ থাক হালকা। হাতে ব্রেসলেট কিংবা বড় আংটিও পরা যায়।
স্লিভলেস ব্লাউজ: স্লিভলেস পরতে চাইলে পুঁতির কাজ করা ব্লাউজ সবচেয়ে ভাল। হাতায় পার্ল চেইন স্টাইলিংও দুর্দান্ত। চেহারায় আভিজাত্যের ছোঁয়া লাগবে। সাদা রঙের শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ পরা যায়। চাইলে প্যাস্টেল বা ন্যুড কালারের শাড়ির সঙ্গেও স্লিভলেস পার্ল চেইন ভাল মানায়। সঙ্গে খোলা চুলে বড় কানের দুল। মেকআপ থাক হালকা। হাতে ব্রেসলেট কিংবা বড় আংটিও পরা যায়।
advertisement
advertisement
advertisement