Durga Puja 2023: রান্নাঘরে গা-গোলানো গন্ধ? পুজোর আগে সহজ, ঘরোয়া উপায়ে রান্নাঘরের দুর্গন্ধ তাড়ান

Last Updated:
1/7
দিন-রাত অ্যাক্টিভ রান্নাঘর! মাছ-মাংস-ডিম থেকে হরেক কিসিমের সবজির আনাগোনা চলছে নিত্যসময়! রান্নাঘরে অনেকসময়েই ঘুরপাক খায় গা গুলিয়ে ওঠা আঁশটে গন্ধ ! বিশেষ করে বেশি আমিষ রান্না করলে! হাজার নামীদামি রুম ফ্রেশনার ব্যবহার করেও এই গন্ধর মোকাবিলা কর যায় না! তবে, টেনশন শিকেয় তুলুন! সহজ, ঘরোয়া উপায়ে পুজোর আগে রান্নাঘর দুর্গন্ধমুক্ত করুন
দিন-রাত অ্যাক্টিভ রান্নাঘর! মাছ-মাংস-ডিম থেকে হরেক কিসিমের সবজির আনাগোনা চলছে নিত্যসময়! রান্নাঘরে অনেকসময়েই ঘুরপাক খায় গা গুলিয়ে ওঠা আঁশটে গন্ধ ! বিশেষ করে বেশি আমিষ রান্না করলে! হাজার নামীদামি রুম ফ্রেশনার ব্যবহার করেও এই গন্ধর মোকাবিলা কর যায় না! তবে, টেনশন শিকেয় তুলুন! সহজ, ঘরোয়া উপায়ে পুজোর আগে রান্নাঘর দুর্গন্ধমুক্ত করুন
advertisement
2/7
কয়েকটা পাতিলেবুর স্লাইস ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা আভেনে বেক করুন। এবার আভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। স্যাঁতসেতে গন্ধ উবে যাবে।
কয়েকটা পাতিলেবুর স্লাইস ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা আভেনে বেক করুন। এবার আভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। স্যাঁতসেতে গন্ধ উবে যাবে।
advertisement
3/7
অল্প এলাচ, দারচিনি ও তেজপাতা জলে ফুটিয়ে নিন। ফুটে গেলে আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখুন, যাতে গোটা রান্নাঘরে ভাপ ছড়িয়ে পড়ে
অল্প এলাচ, দারচিনি ও তেজপাতা জলে ফুটিয়ে নিন। ফুটে গেলে আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখুন, যাতে গোটা রান্নাঘরে ভাপ ছড়িয়ে পড়ে
advertisement
4/7
যদি বাঁধাকপি বা মুলো সেদ্ধ করেন, তা হলে রান্নাঘরে টেকা দায়! তাই এই সবজিগুলোর সেদ্ধ করার সময় জলে একটুকরো পাতিলেবু দিয়ে দিন। মাছের গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখুন।
যদি বাঁধাকপি বা মুলো সেদ্ধ করেন, তা হলে রান্নাঘরে টেকা দায়! তাই এই সবজিগুলোর সেদ্ধ করার সময় জলে একটুকরো পাতিলেবু দিয়ে দিন। মাছের গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখুন।
advertisement
5/7
শুকনো ও ভেজা ময়লা আলাদা বাক্সে রাখুন। যেসমস্ত জিনিস সহজে পচে যায়, সেগুলোকে নিয়মিত বাইরে ফেলার ব্যবস্থা করুন। প্রতিবার নোংরা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন। পাশাপাশি প্রতিবার ডাস্টবিন ব্যবহার করার আগে ডাস্টবিনের ভিতর অর্ধেক কাপ বোরক্স ছড়িয়ে নিন। আর সরাসরি বিন-এ নয়, ময়লা ফেলুন বিন-এর ভিতরে রাখা ডিসপোজাল গার্বেজ ব্যাগে।
শুকনো ও ভেজা ময়লা আলাদা বাক্সে রাখুন। যেসমস্ত জিনিস সহজে পচে যায়, সেগুলোকে নিয়মিত বাইরে ফেলার ব্যবস্থা করুন। প্রতিবার নোংরা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন। পাশাপাশি প্রতিবার ডাস্টবিন ব্যবহার করার আগে ডাস্টবিনের ভিতর অর্ধেক কাপ বোরক্স ছড়িয়ে নিন। আর সরাসরি বিন-এ নয়, ময়লা ফেলুন বিন-এর ভিতরে রাখা ডিসপোজাল গার্বেজ ব্যাগে।
advertisement
6/7
এঁটো বাসন রাতেই ধুয়ে ফেললে, রান্নার সময় এক্সহস্ট চালালে, বাসন মাজার স্পাঞ্জ প্রতি সপ্তাহে বদলালে এবং চিমনিতে জমা তেল রোজ পরিস্কার করে ফেললে রান্নাঘরের গন্ধ পালাবে!
এঁটো বাসন রাতেই ধুয়ে ফেললে, রান্নার সময় এক্সহস্ট চালালে, বাসন মাজার স্পাঞ্জ প্রতি সপ্তাহে বদলালে এবং চিমনিতে জমা তেল রোজ পরিস্কার করে ফেললে রান্নাঘরের গন্ধ পালাবে!
advertisement
7/7
সিংকের খোলা মুখে ১ কাপ ভিনিগার ও বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। আধঘন্টা রেখে জল ঢেলে দিন।
সিংকের খোলা মুখে ১ কাপ ভিনিগার ও বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। আধঘন্টা রেখে জল ঢেলে দিন।
advertisement
advertisement
advertisement