Durga Puja 2023 Fashion: এবার পুজোর নতুন ট্রেন্ড মা দুর্গার মুখ দেওয়া লকেট, আপনি কিনেছেন?

Last Updated:
Durga Puja 2023 Fashion: শান্তিপুরের গৃহবধূ রূপালি সাহা তৈরি করেছেন এই সমস্ত অলংকারগুলি। পুজোর ফ্যাশনে এবার ট্রেন্ড এই লকেট।
1/7
এবার পুজোর নতুন ট্রেন্ড, শান্তিপুরের গৃহবধূ রুপালী সাহা তৈরি করলেন মা দুর্গার মুখের লকেটের নেকলেস ও অন্যান্য অলংকার।
এবার পুজোর নতুন ট্রেন্ড, শান্তিপুরের গৃহবধূ রুপালী সাহা তৈরি করলেন মা দুর্গার মুখের লকেটের নেকলেস ও অন্যান্য অলংকার।
advertisement
2/7
নিজের হাতে তৈরি করেন তিনি এই অলংকার গুলি। অলংকারের মধ্যেই তিনি ফুটিয়ে তুলেছেন মা দুর্গার রূপ।
নিজের হাতে তৈরি করেন তিনি এই অলংকার গুলি। অলংকারের মধ্যেই তিনি ফুটিয়ে তুলেছেন মা দুর্গার রূপ।
advertisement
3/7
অলংকারগুলি বেশিরভাগই মাটির তৈরি। যেগুলি এখন তিনি অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকেন।
অলংকারগুলি বেশিরভাগই মাটির তৈরি। যেগুলি এখন তিনি অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকেন।
advertisement
4/7
খরিদ্দারের অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের জুয়েলারি তিনি বানিয়ে সেগুলি অনলাইনের মাধ্যমে অর্ডার সম্পূর্ণ করে থাকেন।
খরিদ্দারের অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের জুয়েলারি তিনি বানিয়ে সেগুলি অনলাইনের মাধ্যমে অর্ডার সম্পূর্ণ করে থাকেন।
advertisement
5/7
বেশ কিছু মহিলারা বর্তমানে এই হাতের কাজ করেই স্বনির্ভর হচ্ছেন। আগের থেকে তুলনামূলকভাবে অর্ডার বৃদ্ধি পাচ্ছে বলেই জানান তারা।
বেশ কিছু মহিলারা বর্তমানে এই হাতের কাজ করেই স্বনির্ভর হচ্ছেন। আগের থেকে তুলনামূলকভাবে অর্ডার বৃদ্ধি পাচ্ছে বলেই জানান তারা।
advertisement
6/7
মাটি দিয়ে এবং বিভিন্ন রং দিয়ে অবিকল তৈরি এই ছোট দুর্গার মূর্তি। এরপর সেগুলিকে আঠা দিয়ে নেকলেসের মধ্যে লাগিয়ে তৈরি করা হয়েছে এই অভিনব অলংকার।
মাটি দিয়ে এবং বিভিন্ন রং দিয়ে অবিকল তৈরি এই ছোট দুর্গার মূর্তি। এরপর সেগুলিকে আঠা দিয়ে নেকলেসের মধ্যে লাগিয়ে তৈরি করা হয়েছে এই অভিনব অলংকার।
advertisement
7/7
শুধু গলার হারই নয়, কানের দুল থেকে শুরু করে বিভিন্ন অলংকার তৈরি করছেন তারা। যা কিনতে ইতিমধ্যেই হিড়িক লেগেছে তরুণ প্রজন্মের মধ্যে। (রিপোর্টার-- মৈনাক দেবনাথ)
শুধু গলার হারই নয়, কানের দুল থেকে শুরু করে বিভিন্ন অলংকার তৈরি করছেন তারা। যা কিনতে ইতিমধ্যেই হিড়িক লেগেছে তরুণ প্রজন্মের মধ্যে। (রিপোর্টার-- মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement