Bangla News|| পুজো আসছে, ঘর সাজাতে চাই সঠিক পর্দা, কেনার সময় কোনদিকে নজর দেবেন? রইল টিপস...
- Published by:Shubhagata Dey
Last Updated:
6 Tips For Perfect Curtains: পর্দা বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, সেই নিয়ে রইল কয়েকটি পরামর্শ।
advertisement
advertisement
advertisement
*পর্দা নির্বাচন করার ক্ষেত্রে উচ্চতা সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জানলার পর্দার ক্ষেত্রে পর্দার ঝুল জানলার মাপের থেকে একটু বড় হবে, তবে তা মেঝের থেকে খানিকটা উঁচুতে থাকবে। অর্থাৎ, জানলা যেখানে শেষ হচ্ছে, তার কয়েক ইঞ্চি নিচুতে থাকবে পর্দার ঝুল। আর যদি ঘরে সাবেকি সাজ থাকে, তা হলে পর্দার ঝুল আরও লম্বা হতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*পর্দা বাছাইয়ের ক্ষেত্রে প্যাটার্ন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অন্দরসজ্জায় একটা সমতা বজায় রাখে। যেমন, খুব ছোট ছোট নকশার ক্ষেত্রে ঘরের সাজ খুবই একঘেয়ে লাগবে। আবার পর্দার উপর বড় নকশাও খুব খারাপ দেখতে লাগে। তাই এই ব্যালান্স বজায় রাখার জন্য নিউট্রাল রঙের উপর খুব সাধারণ প্যাটার্ন নির্বাচন করা যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement