Frequent Urination Causes: রাতে ঘুমানোর সময় কখনওই 'এই' ৩ ভুল করবেন না! না হলে বাথরুমেই রাত কাটাতে হবে, সতর্ক না হলেই...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Frequent Urination Causes: রাতে ঘন ঘন প্রস্রাব হওয়ার অনেক লক্ষণ থাকতে পারে। কিছু লোকের মধ্যে, এটি রক্তচাপ, ডায়াবেটিস, মূত্রাশয়ের সমস্যা সহ অনেক সমস্যার লক্ষণ হতে পারে।
advertisement
advertisement
ক্লিভল্যান্ড ক্লিনিকের রিপোর্ট অনুযায়ী, রাতে বারবার জেগে থাকলে অনেকেরই প্রস্রাব পায়৷ এর অনেক কারণ থাকতে পারে। প্রথম প্রধান কারণ হতে পারে রাতে ঘুমানোর আগে অতিরিক্ত জল বা তরল জাতীয় খাবার গ্রহণ করা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রচুর জল খেলে রাতে এর প্রভাব দেখা যায় এবং প্রস্রাব করার জন্য বারবার উঠতে হতে পারে।
advertisement
advertisement
রাতে বারবার টয়লেটে যাওয়ার তৃতীয় বড় কারণ কিছু ওষুধ থেকেও মূত্রাশয়ের সমস্যা হতে পারে। এরকম অনেক ওষুধ আছে যেগুলো খেলে প্রস্রাবের উৎপাদন বেড়ে যায় এবং বারবার টয়লেটে যেতে হয়। মূত্রাশয়ে কোনও ধরনের সমস্যা থাকলে ঘন ঘন প্রস্রাবও হয়। এছাড়া অনেক সময় মানুষের বারবার রাত জেগে টয়লেটে যাওয়ার অভ্যাস থাকে। এ কারণেও ঘন ঘন প্রস্রাব হয়।