Vastu Tips for Dream Catcher: এই নিয়ম মেনে ঘরে রাখুন ‘ড্রিম ক্যাচার’! রোজ রাতে ভাল স্বপ্ন দেখবেন

Last Updated:
Vastu Tips for Dream Catcher: রোজ ঘুমের মধ্যে দু’চোখ ভরে আসে সুখস্বপ্ন৷ তবে ড্রিম ক্যাচার রাখতে হলে কিছু নিয়ম মানতে হবে৷ না হলে এর কোনও গুণই পাওয়া যাবে না৷
1/8
বহু প্রাচীনকাল থেকেই ফেং শুই এবং বাস্তুশাস্ত্রে প্রচলিত ‘ড্রিম ক্যাচার’৷ আদিম জনজাতিরা পাখির পালক দিয়ে তৈরি করত হাল্কা এবং শৌখিন এই জিনিস৷ উইন্ড চাইম-এর মতো ঝুলিয়ে রাখা হয়৷
বহু প্রাচীনকাল থেকেই ফেং শুই এবং বাস্তুশাস্ত্রে প্রচলিত ‘ড্রিম ক্যাচার’৷ আদিম জনজাতিরা পাখির পালক দিয়ে তৈরি করত হাল্কা এবং শৌখিন এই জিনিস৷ উইন্ড চাইম-এর মতো ঝুলিয়ে রাখা হয়৷
advertisement
2/8
প্রচলিত বিশ্বাস, ড্রিম ক্যাচার বাড়িতে থাকলে রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখতে হয় না৷ রোজ ঘুমের মধ্যে দু’চোখ ভরে আসে সুখস্বপ্ন৷ তবে ড্রিম ক্যাচার রাখতে হলে কিছু নিয়ম মানতে হবে৷ না হলে এর কোনও গুণই পাওয়া যাবে না৷
প্রচলিত বিশ্বাস, ড্রিম ক্যাচার বাড়িতে থাকলে রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখতে হয় না৷ রোজ ঘুমের মধ্যে দু’চোখ ভরে আসে সুখস্বপ্ন৷ তবে ড্রিম ক্যাচার রাখতে হলে কিছু নিয়ম মানতে হবে৷ না হলে এর কোনও গুণই পাওয়া যাবে না৷
advertisement
3/8
ফেংশুই অনুযায়ী, ড্রিম ক্যাচার বাড়িতে রাখলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়৷ পরিবারের সদস্যদের মধ্যে সদর্থক চিন্তাভাবনা সঞ্চারিত হয়৷ সর্বোশ্রেষ্ঠ ফলাফল পেতে এ জিনিস রাখতে হবে ব্যালকনি, বারান্দা এবং জানালায়৷
ফেংশুই অনুযায়ী, ড্রিম ক্যাচার বাড়িতে রাখলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়৷ পরিবারের সদস্যদের মধ্যে সদর্থক চিন্তাভাবনা সঞ্চারিত হয়৷ সর্বোশ্রেষ্ঠ ফলাফল পেতে এ জিনিস রাখতে হবে ব্যালকনি, বারান্দা এবং জানালায়৷
advertisement
4/8
ফেংশুই বলছে, ঘরে ড্রিম ক্যাচার এমনভাবে রাখতে হবে যাতে এর নীচ দিয়ে কেউ যাতায়াত না করে৷ অথবা এর নীচে কেউ বসে না পড়ে৷ নইলে সংসারে আর্থিক সুখ বিনষ্ট হবে৷
ফেংশুই বলছে, ঘরে ড্রিম ক্যাচার এমনভাবে রাখতে হবে যাতে এর নীচ দিয়ে কেউ যাতায়াত না করে৷ অথবা এর নীচে কেউ বসে না পড়ে৷ নইলে সংসারে আর্থিক সুখ বিনষ্ট হবে৷
advertisement
5/8
ড্রিম ক্যাচার সব সময় ঘরের দক্ষিণপশ্চিম কোণে রাখুন৷ প্রাচীন বিশ্বাস অনুযায়ী, তাহলে দুঃস্বপ্ন আসবে না ঘুমের মধ্যে৷ টাঙিয়ে দিতে পারেন ঘরের দক্ষিণ বা পূর্ব দিকের দেওয়ালেও৷
ড্রিম ক্যাচার সব সময় ঘরের দক্ষিণপশ্চিম কোণে রাখুন৷ প্রাচীন বিশ্বাস অনুযায়ী, তাহলে দুঃস্বপ্ন আসবে না ঘুমের মধ্যে৷ টাঙিয়ে দিতে পারেন ঘরের দক্ষিণ বা পূর্ব দিকের দেওয়ালেও৷
advertisement
6/8
দক্ষিণ পশ্চিম কোণে ড্রিম ক্যাচার থাকলে দুঃস্বপ্নের ভয় দূর হয়ে পজিটিভ এনার্জি আসে৷ বাড়ির সার্বিক বাস্তু ভাল থাকে৷ সন্তানের শোওয়ার ঘর, পড়ার ঘরে রাখুন ড্রিম ক্যাচার৷ রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পাবে না শিশু৷
দক্ষিণ পশ্চিম কোণে ড্রিম ক্যাচার থাকলে দুঃস্বপ্নের ভয় দূর হয়ে পজিটিভ এনার্জি আসে৷ বাড়ির সার্বিক বাস্তু ভাল থাকে৷ সন্তানের শোওয়ার ঘর, পড়ার ঘরে রাখুন ড্রিম ক্যাচার৷ রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পাবে না শিশু৷
advertisement
7/8
বাড়িতে রান্নাঘর, বাথরুমে কখনওই ড্রিম ক্যাচার রাখবেন না৷ তাহলে হিতে বিপরীত হবে৷ ড্রিমক্যাচার রাখলেই হবে না৷ নিয়মিত পরিষ্কারও করবেন৷
বাড়িতে রান্নাঘর, বাথরুমে কখনওই ড্রিম ক্যাচার রাখবেন না৷ তাহলে হিতে বিপরীত হবে৷ ড্রিমক্যাচার রাখলেই হবে না৷ নিয়মিত পরিষ্কারও করবেন৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement