মদ খাওয়ার পর ভুলেও খাবেন না কিছু ওষুধ! কোমায় পর্যন্ত চলে যেতে পারেন! এখনই সতর্ক হন...

Last Updated:
কোন কোন ওষুধ মদ্যপান করার সময়ে খাবেন না, তা জেনে রাখা ভাল। এমন কিছু ওষুধ আছে যার সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। হয় ওষুধগুলির গুণমান কমে যাবে, না হলে নতুন কিছু উপাদান তৈরি হবে যা শরীরের জন্য বিষ।
1/8
অ্যালকোহল: ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত অ্যালকোহল খেলে মুখ, গলা, যকৃত, স্তন ও অন্ত্রের ক্যানসার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। যদিও পরিমিত পরিমাণে অ্যালকোহলকে কিছু ক্ষেত্রে উপকারী বলা হয়, তবুও বেশি খাওয়া বিপজ্জনক।
রাত জেগে পার্টি করছেন। মদ্যপান করতে করতেই খেয়াল হল, রাতের ওষুধ খাওয়াই হয়নি। মদ্যপান করার মাঝেই তা খেয়ে ফেললেন। আর তার পরেই শুরু হল সমস্যা। মদ্যপান করতে করতে সেই সব ওষুধ খেলে বিপদ ঘনাতে পারে যখন তখন।
advertisement
2/8
 অ্যালকোহলের সঙ্গে কিছু ওষুধের মিলমিশ একেবারেই নেই। দুইয়ের বিরোধ শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। গুরুতর স্বাস্থ্য সমস্যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কোন কোন ওষুধ মদ্যপান করার সময়ে খাবেন না, তা জেনে রাখা ভাল।এমন কিছু ওষুধ আছে যার সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। হয় ওষুধগুলির গুণমান কমে যাবে, না হলে নতুন কিছু উপাদান তৈরি হবে যা শরীরের জন্য বিষ।
অ্যালকোহলের সঙ্গে কিছু ওষুধের মিলমিশ একেবারেই নেই। দুইয়ের বিরোধ শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। গুরুতর স্বাস্থ্য সমস্যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কোন কোন ওষুধ মদ্যপান করার সময়ে খাবেন না, তা জেনে রাখা ভাল।
এমন কিছু ওষুধ আছে যার সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। হয় ওষুধগুলির গুণমান কমে যাবে, না হলে নতুন কিছু উপাদান তৈরি হবে যা শরীরের জন্য বিষ।
advertisement
3/8
NSAIDs এড়িয়ে চলুন-- কাউন্টারে মেলা পেইনকিলার যেমন non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) যদি ঘনঘন খাওয়া হয়, তবে তা মারাত্মক ক্ষতিকারক। ধূমপান ও মদ্যপান-- ধূমপান কিডনির অসুখের ঝুঁকি বাড়িয়ে তোলে। অন্যদিকে গবেষণায় দেখা গিয়েছে, কম পরিমাণে মদ খেলে কিডনির অসুখের ঝুঁকি কমে। এও দেখা গিয়েছে, বেশি মদ্যপানে কিডনির অসুখের ঝুঁকি বাড়ে।
অ্যালকোহলের সঙ্গে কোন কোন ওষুধ বিপদজনক
ব্যথানাশক ওষুধ
কোডিন, অক্সিকোডন, মরফিন, ফেন্টানিল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ মদ্যপান করার সময়ে খাবেন না। তা ছাড়া ওপিয়ডস জাতীয় ওষুধ অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে। মদের সঙ্গে এমন ওষুধ খেলে শ্বাসকষ্ট বেড়ে যাবে, হার্ট অ্যাটাকও হতে পারে। আবার অ্যাসপিরিন জাতীয় ওষুধ অ্যালকোহলের সঙ্গে মিশলে পেট ব্যথা, আলসারের সমস্যা হতে পারে।
অ্যান্টিডিপ্রেসান্ট ওষুধ
advertisement
4/8
 অবসাদ বা অতিরিক্ত উদ্বেগ কমাতে যে ধরনের ওষুধ খাওয়া হয়, তা অ্যালকোহলের সঙ্গে মিশলে বিষক্রিয়া হতে পারে। মদ্যপানের সময়ে বা পরে এই জাতীয় ওষুধ খেলে স্নায়ুতন্ত্রের উপর চাপ বাড়বে। এতে রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন বা কোমায় চলে যেতে পারেন।
অবসাদ বা অতিরিক্ত উদ্বেগ কমাতে যে ধরনের ওষুধ খাওয়া হয়, তা অ্যালকোহলের সঙ্গে মিশলে বিষক্রিয়া হতে পারে। মদ্যপানের সময়ে বা পরে এই জাতীয় ওষুধ খেলে স্নায়ুতন্ত্রের উপর চাপ বাড়বে। এতে রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন বা কোমায় চলে যেতে পারেন।
advertisement
5/8
বর্তমানে ভিগোভির ০.২৫, ০.৫, ১.০, ১.৭ এবং ২.৪ মিলিগ্রামের ডোজ পাওয়া যাচ্ছে। যার দাম মাসে যথাক্রমে ১৭,৩৪৫ টাকা থেকে শুরু হয়ে ২৬,০১৫ টাকা পর্যন্ত। তুলনায় মাউনজারোর দাম কিছুটা কম — ২.৫ মিগ্রার প্রতি ডোজ ৩,৫০০ টাকা এবং ৫ মিগ্রার জন্য ৪,৩৭৫ টাকা। ফলে এই ওষুধে মাসে গড়ে ১৪,০০০ থেকে ১৭,৫০০ টাকা পর্যন্ত খরচ হয়।
ডায়াবিটিসের ওষুধ ডায়াবিটিসের ওষুধ খান? ইনসুলিন ইঞ্জেকশনও নেন? তা হলে মদ্যপান আপনার জন্য ক্ষতিকর। ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে অ্যালকোহল। এতে রক্তে শর্করা হঠাৎ করে নেমে যেতে পারে।
advertisement
6/8
NSAIDs এড়িয়ে চলুন– কাউন্টারে মেলা পেইনকিলার যেমন non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) যদি ঘনঘন খাওয়া হয়, তবে তা মারাত্মক ক্ষতিকারক।
রক্ত পাতলা হওয়ার ওষুধ
হার্টের রোগীদের এমন ওষুধ দেওয়া হয় অনেক সময়েই। যাঁরা নিয়মিত রক্ত পাতলা হওয়ার ওষুধ খান, তাঁদের মদ্যপান না করাই ভাল। কারণ ওই সব ওষুধের উপাদান অ্যালকোহলের সঙ্গে মিশলে রক্ত জমাট বাঁধার প্রবণতা দেখা দিতে পারে। রোগীর সমস্যা আরও বাড়বে।
advertisement
7/8
এই দিকে ওষুধ রাখুন - বাস্তু অনুসারে, বাড়ির উত্তরে অর্থাৎ, উত্তর-পূর্ব কোণে ওষুধ রাখা স্বাস্থ্য এবং সুস্থ শরীরের জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একে সূর্যের অবস্থাও বলা হয়। এই স্থানে রাখলে মানুষের জীবন থেকে রোগ দূর করে।
উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমানোর ওষুধ
হাইপারটেনশন থাকলে রক্তচাপ কমানোর ওষুধ নিয়মিত খেতেই হয়। আবার যাঁদের কোলেস্টেরল বেড়েছে, তাঁদেরও নিয়মিত ওষুধ খেয়ে যেতে হয়। এই সব ওষুধ চলাকালীন মদ্যপান করলে, রক্তচাপ আচমকা নেমে যেতে পারে। হাইপোটেনশন দেখা দিতে পারে, যে কারণে হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে। আবার কোলেস্টেরলের ওষুধের সঙ্গে অ্যালকোহল মিশলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। লিভার সিরোসিসের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে।
advertisement
8/8
 ঘুমের ওষুধজ়োলপিডেম, এসজোপিক্লোনের মতো ঘুমের ওষুধ খেলে মদ্যপান একেবারেই করবেন না। আকণ্ঠ মদ খেয়ে তার পর এই জাতীয় ঘুমের ওষুধ খেলে স্মৃতিশক্তি লোপ পাবে, কোমায় চলে যাওয়ার ঝুঁকি বাড়বে।
ঘুমের ওষুধ
জ়োলপিডেম, এসজোপিক্লোনের মতো ঘুমের ওষুধ খেলে মদ্যপান একেবারেই করবেন না। আকণ্ঠ মদ খেয়ে তার পর এই জাতীয় ঘুমের ওষুধ খেলে স্মৃতিশক্তি লোপ পাবে, কোমায় চলে যাওয়ার ঝুঁকি বাড়বে।
advertisement
advertisement
advertisement