Winter Hair Care: শীতে গাদা গাদা চুল উঠছে? মাথায় টাক পড়া বন্ধ হবে ৭ দিনেই, চিকিৎসকের পরামর্শ মেনে করুন 'এই ' কাজ!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Winter Hair Care: শীতকালে মাথার ত্বক শুকিয়ে যাওয়ার কারণে খুশকির হানা প্রবল ভাবে বেড়ে যায়। নিয়মিত যত্ন নিলেও আবহাওয়ার কারণেই চুলের আগা ফেটে যাওয়া। এছাড়াও চুল পড়ে যাওয়ার মতোন নানা সমস্যা লেগেই থাকে প্রতিনিয়ত।
advertisement
advertisement
advertisement
শীতকালে চুলের গোড়াও শুষ্ক হয়ে যায়। এছাড়া চুল মাঝখান থেকে ফেটে যায় কিংবা ঝড়ে যায়। অনেকেই শীত পড়তেই জল কম ব্যবহার করেন শীতের সময়। অথবা অনেকেই গরম জল মাথায় ঢেলে দেন। এর ফলেও মাথায় একটা ড্রাইনেস তৈরি হয়ে থাকে। এই ড্রাইনেস গুলোর জন্যই সকলের চুল পড়াটা একটু বেড়ে যায় এই শীতের সময়। (Reported By- Sarthak Pandit)
advertisement
advertisement
advertisement
