রাতে ফ্যান চালিয়ে ঘুমোন? আরামে না থেকে হতে পারে মারাত্মক ক্ষতি! ৯৯ শতাংশ মানুষই জানেন না এই বিপদের কথা!
- Published by:Tias Banerjee
Last Updated:
Fan Health Risks: ফ্যান আরাম দিলেও প্রতিরাতে চালিয়ে ঘুমানো শরীরের জন্য ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠতে পারে। যে বিপদের কথা ৯৯% মানুষই জানেন না!
advertisement
advertisement
ফ্যান শুধু হাওয়া দেয় না, সেই সঙ্গে ঘরের ধুলো, ময়লা, পোলেন, এবং পোষা প্রাণীর লোমও ছড়িয়ে দেয়। ফ্যানের ব্লেডে জমে থাকা ধুলো বাতাসের সঙ্গে মিশে যায়। যাঁদের আগে থেকেই অ্যালার্জি বা অ্যাজমা আছে, তাঁদের হাঁচি, কাশি, চোখে চুলকানি বা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা বেড়ে যেতে পারে। এর চেয়ে ভালো, এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন — ঘর ঠান্ডাও থাকবে, বাতাসও হবে পরিশ্রুত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যদি ফ্যানের বাতাস সরাসরি মুখে বা নাকে লাগে, তাহলে নাকের ভিতর শুকিয়ে যেতে পারে। এতে সাইনাস বন্ধ হয়ে যাওয়া, মাথাব্যথা বা নাক দিয়ে রক্ত পড়া পর্যন্ত হতে পারে। শরীর তখন অতিরিক্ত মিউকাস তৈরি করে ব্যালান্স করার চেষ্টা করে, ফলে নাক আরও বেশি বন্ধ হয়ে যায়। যাঁদের আগে থেকেই সর্দি বা অ্যালার্জি আছে, তাঁদের জন্য ফ্যান অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
advertisement
advertisement