Shattila Ekadashi 2023:ষটতিলা একাদশীতে এই কাজগুলো করুন, ভাগ্য বদলে যাবে, টাকা-গাড়ি-বাড়ি সব পাবেন

Last Updated:
মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষটতিলা একাদশী নামে পরিচিত। এই তিথিতে বিষ্ণুর জন্য উপবাস করলে জীবনে প্রতিপত্তি বৃদ্ধি হয়, আর্থিক অভাব ঘোঁচে, জীবনে বিশাল-অর্থ লাভ হয়। চলতি বছর ১৮ জানুয়ারি ষটতিলা একাদশী।
1/8
মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষটতিলা একাদশী নামে পরিচিত। এই তিথিতে বিষ্ণুর জন্য উপবাস করলে জীবনে প্রতিপত্তি বৃদ্ধি হয়, আর্থিক অভাব ঘোঁচে, জীবনে বিশাল-অর্থ লাভ হয়। চলতি বছর ১৮ জানুয়ারি ষটতিলা একাদশী। এদিন, এই কয়েকটা কাজ করুন, বছরভর ভাগ্য আপনার সহায় থাকবে, টাকার অভাব হবে না, উপরন্তু গাড়ি-বাড়ি-টাকা উপচে পড়বে--
মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষটতিলা একাদশী নামে পরিচিত। এই তিথিতে বিষ্ণুর জন্য উপবাস করলে জীবনে প্রতিপত্তি বৃদ্ধি হয়, আর্থিক অভাব ঘোঁচে, জীবনে বিশাল-অর্থ লাভ হয়। চলতি বছর ১৮ জানুয়ারি ষটতিলা একাদশী। এদিন, এই কয়েকটা কাজ করুন, বছরভর ভাগ্য আপনার সহায় থাকবে, টাকার অভাব হবে না, উপরন্তু গাড়ি-বাড়ি-টাকা উপচে পড়বে--
advertisement
2/8
ষটতিলা একাদশীতে ছয়টি উপায়ে তিল ব্যবহার করা হয়। এতে তিল দিয়ে স্নান, তিল সিদ্ধ করা, তিল দিয়ে যজ্ঞ, তিল দিয়ে তর্পণ, তিল খাওয়া ও তিল দান করা হয়। ৬টি উপায়ে তিল ব্যবহার করা হয় বলেই একে ষটতিলা একাদশীর উপবাস বলা হয়।
ষটতিলা একাদশীতে ছয়টি উপায়ে তিল ব্যবহার করা হয়। এতে তিল দিয়ে স্নান, তিল সিদ্ধ করা, তিল দিয়ে যজ্ঞ, তিল দিয়ে তর্পণ, তিল খাওয়া ও তিল দান করা হয়। ৬টি উপায়ে তিল ব্যবহার করা হয় বলেই একে ষটতিলা একাদশীর উপবাস বলা হয়।
advertisement
3/8
১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে একাদশী তিথি শুরু হবে, যা ১৮ জানুয়ারি ৪টে ৩ মিনিটে শেষ হবে। ১৯ জানুয়ারি সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৯টা ২৯ মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করার শুভ সময়। উদয়া তিথি অনুযায়ী ১৮ জানুয়ারি ষটতিলা একাদশী পালিত হবে।
১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে একাদশী তিথি শুরু হবে, যা ১৮ জানুয়ারি ৪টে ৩ মিনিটে শেষ হবে। ১৯ জানুয়ারি সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৯টা ২৯ মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করার শুভ সময়। উদয়া তিথি অনুযায়ী ১৮ জানুয়ারি ষটতিলা একাদশী পালিত হবে।
advertisement
4/8
এই একাদশীতে একাধিক শুভযোগ থাকছে। এই তিথিতে বৃদ্ধি যোগ থাকবে ১৮ জানুয়ারি সকাল ৫টা ৫৮ মিনিট থেকে ১৯ জানুয়ারি ভোররাত ২টো ৪৭ মিনিট পর্যন্ত। আবার ১৮ জানুয়ারি সকাল ৭টা ২ মিনিট থেকে ১৯ জানুয়ারি সন্ধ্যা ৫টা ২২ মিনিট পর্যন্ত অমৃত সিদ্ধি ও সর্বার্থসিদ্ধি যোগ থাকবে।
এই একাদশীতে একাধিক শুভযোগ থাকছে। এই তিথিতে বৃদ্ধি যোগ থাকবে ১৮ জানুয়ারি সকাল ৫টা ৫৮ মিনিট থেকে ১৯ জানুয়ারি ভোররাত ২টো ৪৭ মিনিট পর্যন্ত। আবার ১৮ জানুয়ারি সকাল ৭টা ২ মিনিট থেকে ১৯ জানুয়ারি সন্ধ্যা ৫টা ২২ মিনিট পর্যন্ত অমৃত সিদ্ধি ও সর্বার্থসিদ্ধি যোগ থাকবে।
advertisement
5/8
যে ব্যক্তি ষটতিলা একাদশীর উপবাস করেন তার এই দিনে ভাত খাওয়া উচিত নয়, ভুলেও খাবেন না আমিষ খাবার।
যে ব্যক্তি ষটতিলা একাদশীর উপবাস করেন তার এই দিনে ভাত খাওয়া উচিত নয়, ভুলেও খাবেন না আমিষ খাবার।
advertisement
6/8
ষটতিলা একাদশীর দিন ভুলেও রসুন এবং পেঁয়াজ দিয়ে তৈরি খাবার খাবেন না
ষটতিলা একাদশীর দিন ভুলেও রসুন এবং পেঁয়াজ দিয়ে তৈরি খাবার খাবেন না
advertisement
7/8
ষটতিলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজোয় হলুদ জিনিস ব্যবহার করা উচিত এবং হলুদ মিষ্টি নিবেদন করুন
ষটতিলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজোয় হলুদ জিনিস ব্যবহার করা উচিত এবং হলুদ মিষ্টি নিবেদন করুন
advertisement
8/8
ষটতিলা একাদশীতে গঙ্গায় স্নান করার পর তিল ও কম্বল গরীবদের দান করুন
ষটতিলা একাদশীতে গঙ্গায় স্নান করার পর তিল ও কম্বল গরীবদের দান করুন
advertisement
advertisement
advertisement