ধনতেরসে নিয়ম মেনে বাড়ির নির্দিষ্ট জায়গায় রাখুন প্রদীপের আলো, সংসারে সুখ সমৃদ্ধি ও শান্তি বিরাজ করবে

Last Updated:
Dhanteras 2022 : ধনতেরসে লক্ষ্মীপুজোও করা হয়৷ ত্রয়োদশী তিথি বলে এদিন সংসারের মঙ্গলকামনায় তেরোটি প্রদীপ বা বাতি প্রজ্ব্লন করা হয়
1/7
আসছে আলোর উৎসব৷ তার আগেই শনিবার ধনতেরস বা ধনত্রয়োদশী৷ শনিবার সন্ধ্যা ৬ টা ৩ থেকে শুরু করে রবিবার সন্ধ্যা ৬ টা ২ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে৷ প্রাচীন রীতি অনুযায়ী মনে করা হয় এই তিথিতে যে কোনও ধাতুর গয়না, বাসনপত্র কেনা সংসারের জন্য শুভ৷
আসছে আলোর উৎসব৷ তার আগেই শনিবার ধনতেরস বা ধনত্রয়োদশী৷ শনিবার সন্ধ্যা ৬ টা ৩ থেকে শুরু করে রবিবার সন্ধ্যা ৬ টা ২ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে৷ প্রাচীন রীতি অনুযায়ী মনে করা হয় এই তিথিতে যে কোনও ধাতুর গয়না, বাসনপত্র কেনা সংসারের জন্য শুভ৷
advertisement
2/7
ধনতেরসে লক্ষ্মীপুজোও করা হয়৷ ত্রয়োদশী তিথি বলে এদিন সংসারের মঙ্গলকামনায় তেরোটি প্রদীপ বা বাতি প্রজ্ব্লন করা হয়৷ কিন্তু যেখানে সেখানে নয়, বাড়ি ও সংলগ্ন এলাকায় নির্দিষ্ট জায়গায় রাখুন প্রদীপ৷ প্রথম প্রদীপ রাখুন বাড়ির কাছে আবর্জনা ফেলার জায়গায়৷ যাতে অশুভ শক্তিকে প্রতিহত করা যায়৷
ধনতেরসে লক্ষ্মীপুজোও করা হয়৷ ত্রয়োদশী তিথি বলে এদিন সংসারের মঙ্গলকামনায় তেরোটি প্রদীপ বা বাতি প্রজ্ব্লন করা হয়৷ কিন্তু যেখানে সেখানে নয়, বাড়ি ও সংলগ্ন এলাকায় নির্দিষ্ট জায়গায় রাখুন প্রদীপ৷ প্রথম প্রদীপ রাখুন বাড়ির কাছে আবর্জনা ফেলার জায়গায়৷ যাতে অশুভ শক্তিকে প্রতিহত করা যায়৷
advertisement
3/7
ঘিয়ে জ্বালানো দ্বিতীয় প্রদীপ রাখুন বাড়ির মন্দিরে বা যেখানে পুজো করেন, সেখানে৷ লক্ষ্মীপ্রতিমা বা দেবীলক্ষ্মীর ছবির সামনে রাখুন তৃতীয় প্রদীপ৷ সংসারে আসবে সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধি৷ বাড়ির তুলসিমঞ্চ বা তুলসিগাছের কাছে রাখুন চতুর্থ প্রদীপ৷ সংসারে সুখশান্তি বিরাজ করবে৷
ঘিয়ে জ্বালানো দ্বিতীয় প্রদীপ রাখুন বাড়ির মন্দিরে বা যেখানে পুজো করেন, সেখানে৷ লক্ষ্মীপ্রতিমা বা দেবীলক্ষ্মীর ছবির সামনে রাখুন তৃতীয় প্রদীপ৷ সংসারে আসবে সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধি৷ বাড়ির তুলসিমঞ্চ বা তুলসিগাছের কাছে রাখুন চতুর্থ প্রদীপ৷ সংসারে সুখশান্তি বিরাজ করবে৷
advertisement
4/7
পঞ্চম প্রদীপ বসান বাড়ির প্রবেশদ্বারে৷ বাড়ির কাছে অশ্বত্থ গাছ থাকলে তার তলায় রাখুন ষষ্ঠ প্রদীপ৷ এতে অর্থকষ্ট ও অশুভ শক্তি দূর হবে৷ বাড়ির কাছে যে কোনও মন্দির বা দেবালয়ে স্থাপন করুন সপ্তম প্রদীপ৷
পঞ্চম প্রদীপ বসান বাড়ির প্রবেশদ্বারে৷ বাড়ির কাছে অশ্বত্থ গাছ থাকলে তার তলায় রাখুন ষষ্ঠ প্রদীপ৷ এতে অর্থকষ্ট ও অশুভ শক্তি দূর হবে৷ বাড়ির কাছে যে কোনও মন্দির বা দেবালয়ে স্থাপন করুন সপ্তম প্রদীপ৷
advertisement
5/7
আবর্জনা ফেলার জায়গায় বসাতে হবে আরও একটি প্রদীপ অর্থাৎ অষ্টম প্রদীপটিও বসান সেখানে৷ এতে অশুভ শক্তি দূর হবে৷ বাড়িতে স্নানাগারের সামনে রাখুন নবম প্রদীপটি৷ দশম বাতি বা প্রদীপ রাখতে হবে বাড়ির ছাদে৷
আবর্জনা ফেলার জায়গায় বসাতে হবে আরও একটি প্রদীপ অর্থাৎ অষ্টম প্রদীপটিও বসান সেখানে৷ এতে অশুভ শক্তি দূর হবে৷ বাড়িতে স্নানাগারের সামনে রাখুন নবম প্রদীপটি৷ দশম বাতি বা প্রদীপ রাখতে হবে বাড়ির ছাদে৷
advertisement
6/7
বাড়ির যে কোনও জানালায় স্থাপন করুন একাদশতম প্রদীপ৷ ছাদের নীচেই বাড়ির যে তলে বসবাস হয়, সেখানে রাখুন দ্বাদশ প্রদীপটি৷ ত্রয়োদশতম প্রদীপ বসিয়ে দেন বাড়িতে যে কোনও দু’টি ঘরের মধ্যবর্তী কোনায়৷
বাড়ির যে কোনও জানালায় স্থাপন করুন একাদশতম প্রদীপ৷ ছাদের নীচেই বাড়ির যে তলে বসবাস হয়, সেখানে রাখুন দ্বাদশ প্রদীপটি৷ ত্রয়োদশতম প্রদীপ বসিয়ে দেন বাড়িতে যে কোনও দু’টি ঘরের মধ্যবর্তী কোনায়৷
advertisement
7/7
এই প্রতিবেদনটি কেবলমাত্র প্রচলিত ও অভিজ্ঞতালব্ধ সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রাচীন রীতি অনুযায়ী যা করা হয়, তাই তুলে ধরা হয়েছে, অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্য নেই৷
এই প্রতিবেদনটি কেবলমাত্র প্রচলিত ও অভিজ্ঞতালব্ধ সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রাচীন রীতি অনুযায়ী যা করা হয়, তাই তুলে ধরা হয়েছে, অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্য নেই৷
advertisement
advertisement
advertisement