Diabetes Control Tips: আপনি ডায়াবেটিক? বাড়িতে রাখুন এই গাছ, এক-একটা পাতা চিনির থেকেও মিষ্টি, বাগে আসবে ব্লাড-সুগার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
High Blood Sugar Control Tips: চিনির থেকেও মিষ্টি এই গাছের পাতায় লুকিয়ে রয়েছে কয়েকগুণ রোগ প্রতিরোধের ক্ষমতা! চিনির মতো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে নিয়ন্ত্রণে আনবে ডায়াবেটিস থেকে শুরু করে উচ্চ রক্তচাপ!
advertisement
advertisement
এই ভেষজ উদ্ভিদ স্টেভিয়া শরীরে শর্করার মাত্রা ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করেন, স্টেভিয়া গাছ উচ্চ রক্তচাপ কমানো এবং চর্মরোগে ছত্রাকনাশক হিসাবে কাজ করে। এই গাছের পাতা অত্যন্ত মিষ্টি স্বাদের। তাই চায়ে চিনির পরিবর্তে কিংবা অন্যান্য কেমিক্যাল-এর পরিবর্তে এই পাতা দিয়ে খাওয়া যেতে পারে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগের দায়িত্বপ্রাপ্ত অমরেন্দ্র পান্ডে জানান স্টেভিয়া পাতায় উপস্থিত স্টেভিওসাইড চিনির থেকে বেশ কয়েকগুণ মিষ্টি। থাকে খনিজ, বিটা ক্যারোটিন ও ভিটামিন সি। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিস রোগী যারা চিনি খেতে পারেন না তারা চায়ের মধ্যে গাছের পাতা দিয়েই সুন্দর মিষ্টি চাঁদের শাহ উপভোগ করতে পারেন।
advertisement
চিনি খেলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হয় বিভিন্ন রোগব্যাধি দেখা যায় ফলের বিকল্প হিসেবে বর্তমানে বিভিন্ন বাড়িতেই স্টিভিয়া ব্যবহার করা হয়। পুষ্টিবিদ অভিজিৎ সেন বলেন, এই গাছের পাতা অত্যন্ত মিষ্টি স্বাদের। তাই চায়ে চিনির পরিবর্তে কিংবা অন্যান্য কেমিক্যাল-এর পরিবর্তে এই পাতা দিয়ে খাওয়া যেতে পারে।
advertisement
advertisement