Diabetes Control Tips: স্বাস্থ্যকর ভাবেন? বার বার কিনে খাচ্ছেন? মোমো এদের জন্য ‘বিষ’! চিকিৎসক জানালেন আসল সত্যি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
স্বাস্থ্যকর ভেবে প্রচুর মানুষ অন্য খাবার ছেড়ে বেছে নেন মোমো৷ কিন্তু কাদের এই বিষয়ে সাবধান হওয়া উচিত, তা জানালেন চিকিৎসকরা৷
রাস্তার খাবারের মধ্যে স্বাস্থ্যকর খাবার কোনও আছে কি? অনেকেই এই প্রশ্নের উত্তরে একবাক্যে মোমোর নাম নেবেন৷ কিন্তু মোমো কি সত্যিই স্বাস্থ্যকর? চিকিতৎসক রায় জানলে চমকে যাবেন৷ ভেঙে যাবে ভুল৷ শহরের প্রতিটি অলিগলিতেই এখন দেখা যায় মোমোর স্টল৷ স্বাস্থ্যকর ভেবে প্রচুর মানুষ অন্য খাবার ছেড়ে বেছে নেন মোমো৷ কিন্তু কাদের এই বিষয়ে সাবধান হওয়া উচিত, তা জানালেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নিউট্রিয়েন্টস তার ২০২২ সালের গবেষণায় জানিয়েছে যে, ডায়াবেটিস রোগীরা যদি মোমো খায় তবে তাদের কেবল স্টিম মোমো বেছে নেওয়া উচিত। ময়দা, রাগি, বাজরা ইত্যাদি জিনিস দিয়ে তৈরি হলে ভাল হয়। কোনও অবস্থাতেই ময়দা-ভিত্তিক এবং ভাজা মোমো স্পর্শ করা উচিত নয়। প্রথমত, এতে আরও বেশি ক্যালোরি রয়েছে। দ্বিতীয় তেল হার্টের জন্যও খুব বিপজ্জনক।
advertisement
advertisement