Diabetes 5: মাথাচাড়া দিচ্ছে নতুন রোগ! ডায়বেটিস ৫-এ আক্রান্ত হচ্ছে খুদেরা!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ডায়াবেটিস গোটা বিশ্বেই মহামারীর আকার নিচ্ছে। কিন্তু, টাইপ ১, ২ এবং ৩ ডায়াবেটিসের নামই এত দিন জানা ছিল। এখন হঠাৎ করেই নতুন ডায়বেটিস টাইপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ডায়াবিটিস ৫ নিয়ে চর্চা শুরু হয়েছে।
advertisement
advertisement
টাইপ ৫ ডায়াবিটিস আসলে কী?ডায়াবেটিস বলতে যা ধারণা ছিল এত দিন, এই রোগটি তার থেকে আলাদা। সহজ করে বললে, টাইপ ১ ডায়াবেটিস হল অটোইমিউন ডিজঅর্ডার। মূলত জিনগত সমস্যার জন্য এই রোগ হয়। অগ্ন্যাশয়ে অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যখন মানুষের শরীরে ইনসুলিন উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যায়, সে অবস্থাকে টাইপ ১ ডায়াবেটিস বলা হয়।
advertisement
advertisement
টাইপ ৩ ডায়াবিটিসে মস্তিষ্কের ক্ষতি হয়। অ্যালঝাইমার্সের রোগীদের এই ধরনের ডায়াবেটিস হতে দেখা যায়। এই গুলি হল প্রধানত চেনা ডায়াবেটিসের কারণ। আর টাইপ ৫-এর ক্ষেত্রে এ সব কিছুই হয় না। এটি মূলত হয় অপুষ্টির কারণে। অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, সঠিক পুষ্টির অভাবে শরীরে ইনসুলিন তৈরিই হতে পারে না। তখন রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। আইডিএফ-এর গবেষকেরা জানাচ্ছেন, টাইপ ৫ ডায়াবেটিস হঠাৎ করে হয় না। অর্থাৎ অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া শুরু করলেই যে এই ডায়াবেটিস হবে, তা নয়। বছরের পর বছর ধরে অপুষ্টির শিকার হলে, তখন এই রোগ হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






