Diabetes: ডায়াবেটিসে বিরাট ঝুঁকি গরম জলে স্নান! অজান্তে মারাত্মক বিপদ ডেকে আনছেন না তো জীবনে? জানুন কী করবেন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
শীতকালে কিছু কিছু অবহেলা কিন্তু খুব বিপজ্জনক হয়ে দাঁড়ায়। অনেক সময় গরম জল দিয়ে স্নান করাও ত্বকের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, ডায়াবিটিস হওয়ার পর এর প্রভাব কিডনি, লিভার-সহ ত্বকেও পড়ে। তবে ডায়াবিটিসের রোগীদের খাওয়াদাওয়ার পাশাপাশি স্নানের সময়েও বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন। ডায়াবিটিসের একটা অত্যন্ত মারাত্মক দিক হল, একবার হলে এই রোগ সারাটা জীবন পিছু ছাড়ে না। তবুও কিছু বাড়তি সতর্কতা এই রোগের বিরুদ্ধে বড় সাহায্যকারী হয়।
advertisement
advertisement
advertisement
ত্বকের সমস্যা বাড়তে পারে: সাধারণত, ডায়াবিটিস রোগীদের ত্বক সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন, ত্বক হলুদ হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, ত্বক ফাটা, ত্বকের সংক্রমণ, ত্বক কালো হয়ে যাওয়া ইত্যাদি। এমতাবস্থায় এগুলোর কোনও সমস্যা থাকলে শীতকালে গরম জল দিয়ে স্নান করলে উষ্ণতা পাওয়া যাবে, কিন্তু ত্বকের এসব সমস্যা আরও বাড়বে। তাই সর্বদা ফুটন্ত গরম জল দিয়ে স্নান না করার চেষ্টা করুন।
advertisement
advertisement
স্নায়ু ক্ষতির ঝুঁকি: ডায়াবিটিস রোগীদের শীতকালে গরম জলের জ্যাকুজি বা বাথটাবে ডুব দিলে স্নায়ুর ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি থাকে। এটি তাদের পায়ের গরম বা বা ঠান্ডা জলের সংবেদনশীলতা হ্রাস করতে পারে। পায়ের ত্বকে তাপ এবং ঠান্ডার অনুভূতি কমতে শুরু করবে। সেক্ষেত্রে বেশি গরম জলে পা রাখলে পায়ের পাতা পুড়ে পর্যন্ত যেতে পারে এবং পড়তে পারে ফোস্কাও।
advertisement