Dhanteras Puja 2023 Date and Time: ১০ না ১১ নভেম্বর...? ধনতেরাস কবে পড়ছে এই বছর? কতক্ষণ রয়েছে কেনাকাটির শুভ মুহূর্ত! জেনে নিন তিথি-সময়-নির্ঘণ্ট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Dhanteras 2023 Date and Time: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। উৎসবের মরশুমে অপেক্ষা এখন কালীপুজো, দীপাবলী ও ভাইফোঁটার। এবারেও রয়েছে ২০২৩ সালের কালীপুজো ঘিরে উৎসবের আমেজ। তার আগে দেখে নেওয়া যাক, চলতি বছরে কবে পড়ছে ধনতেরাস।
Dhanteras Puja 2023 Date and Time: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। উৎসবের মরশুমে অপেক্ষা এখন কালীপুজো, দীপাবলী ও ভাইফোঁটার। উৎসব মুখর আশ্বিন ও কার্তিক মাস ঘিরে দেশের বিভিন্ন অংশে থাকে সাজো সাজো রব। এবারেও রয়েছে ২০২৩ সালের কালীপুজো ঘিরে উৎসবের আমেজ। তার আগে দেখে নেওয়া যাক, চলতি বছরে কবে পড়ছে ধনতেরাস।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Dhanteras Puja 2023 Date and Time: ধনতেরাসের তিথি- ধনতেরাসের তিথি পড়ছে বিকেল ০৫:৪৭ মিনিট থেকে। আর তা চলবে সন্ধ্যে ৭.৪৩ মিনিট পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে কেনাকাটা করলে ঘরে সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। আর সেই তিথি দেখেই শুরু হয় ধনতেরাসের কেনার পর্ব। এই উৎসব উপলক্ষ্যে বহু জায়গাতেই দেখা যায় দীপাবলি মেলা।
advertisement
advertisement