Dhanteras Puja 2023 Date and Time: ১০ না ১১ নভেম্বর...? ধনতেরাস কবে পড়ছে এই বছর? কতক্ষণ রয়েছে কেনাকাটির শুভ মুহূর্ত! জেনে নিন তিথি-সময়-নির্ঘণ্ট

Last Updated:
Dhanteras 2023 Date and Time: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। উৎসবের মরশুমে অপেক্ষা এখন কালীপুজো, দীপাবলী ও ভাইফোঁটার। এবারেও রয়েছে ২০২৩ সালের কালীপুজো ঘিরে উৎসবের আমেজ। তার আগে দেখে নেওয়া যাক, চলতি বছরে কবে পড়ছে ধনতেরাস।
1/9
Dhanteras Puja 2023 Date and Time: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। উৎসবের মরশুমে অপেক্ষা এখন কালীপুজো, দীপাবলী ও ভাইফোঁটার। উৎসব মুখর আশ্বিন ও কার্তিক মাস ঘিরে দেশের বিভিন্ন অংশে থাকে সাজো সাজো রব। এবারেও রয়েছে ২০২৩ সালের কালীপুজো ঘিরে উৎসবের আমেজ। তার আগে দেখে নেওয়া যাক, চলতি বছরে কবে পড়ছে ধনতেরাস।
Dhanteras Puja 2023 Date and Time: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। উৎসবের মরশুমে অপেক্ষা এখন কালীপুজো, দীপাবলী ও ভাইফোঁটার। উৎসব মুখর আশ্বিন ও কার্তিক মাস ঘিরে দেশের বিভিন্ন অংশে থাকে সাজো সাজো রব। এবারেও রয়েছে ২০২৩ সালের কালীপুজো ঘিরে উৎসবের আমেজ। তার আগে দেখে নেওয়া যাক, চলতি বছরে কবে পড়ছে ধনতেরাস।
advertisement
2/9
Dhanteras Puja 2023 Date and Time: হিন্দু চান্দ্র মাসের আশ্বিনের ১৩তম দিনে ধনতেরাস পালিত হয়। সোনা, রূপা এবং অন্যান্য মূল্যবান ধাতু কেনার জন্য এটি একটি শুভ দিন বলে মনে করা হয়। উপরন্তু, মানুষ সম্পদ এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ পেতে এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পূজা করে।
Dhanteras Puja 2023 Date and Time: হিন্দু চান্দ্র মাসের আশ্বিনের ১৩তম দিনে ধনতেরাস পালিত হয়। সোনা, রূপা এবং অন্যান্য মূল্যবান ধাতু কেনার জন্য এটি একটি শুভ দিন বলে মনে করা হয়। উপরন্তু, মানুষ সম্পদ এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ পেতে এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পূজা করে।
advertisement
3/9
Dhanteras Puja 2023 Date and Time: প্রতি বছরের মতো এ বছরও ধনতেরাস কবে পালিত হতে চলেছে, সঠিক তারিখ কবে এই নিয়ে বিভ্রান্তি রয়েছে। প্রশ্ন উঠেছে ১০ ​​নভেম্বর না ১১ নভেম্বর, কবে উদযাপিত হবে ধনতেরাস?
Dhanteras Puja 2023 Date and Time: প্রতি বছরের মতো এ বছরও ধনতেরাস কবে পালিত হতে চলেছে, সঠিক তারিখ কবে এই নিয়ে বিভ্রান্তি রয়েছে। প্রশ্ন উঠেছে ১০ ​​নভেম্বর না ১১ নভেম্বর, কবে উদযাপিত হবে ধনতেরাস?
advertisement
4/9
Dhanteras Puja 2023 Date and Time: কালীপুজো কবে পালিত হবে? - দৃক পঞ্জিকা অনুযায়ী চলতি বছরে ১২ নভেম্বর ২৫ কার্তিক পড়ছে কালীপুজো। অর্থাৎ রবিবার পড়ছে কালীপুজো। প্রতি বছর অমাবস্যার তিথিতে পালিত হয় দীপাবলির উৎসব। আর দীপাবলীর আগে ত্রয়োদশীর বিশেষ তিথিতে পালিত হয় ধনতেরাস।
Dhanteras Puja 2023 Date and Time: কালীপুজো কবে পালিত হবে? - দৃক পঞ্জিকা অনুযায়ী চলতি বছরে ১২ নভেম্বর ২৫ কার্তিক পড়ছে কালীপুজো। অর্থাৎ রবিবার পড়ছে কালীপুজো। প্রতি বছর অমাবস্যার তিথিতে পালিত হয় দীপাবলির উৎসব। আর দীপাবলীর আগে ত্রয়োদশীর বিশেষ তিথিতে পালিত হয় ধনতেরাস।
advertisement
5/9
Dhanteras Puja 2023 Date and Time: ধনতেরাস বা ধনত্রয়োদশী পুজো ২০২৩: ধনত্রয়োদশী যা ধনতেরাস নামেও পরিচিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চন্দ্র দিনে পড়ে। পাঁচ দিনব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিন পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরাস।
Dhanteras Puja 2023 Date and Time: ধনতেরাস বা ধনত্রয়োদশী পুজো ২০২৩: ধনত্রয়োদশী যা ধনতেরাস নামেও পরিচিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চন্দ্র দিনে পড়ে। পাঁচ দিনব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিন পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরাস।
advertisement
6/9
Dhanteras Puja 2023 Date and Time: ধনতেরাস পালনের দিন ও তারিখ- ধন ত্রয়োদশী তিথি অর্থাৎ ধনতেরাস পড়ছে চলতি বছরের ১০ নভেম্বর। মনে করা হয়, এই দিন কোনও সোনা, রুপো বা বাসন কিনলে তা ঘরে সমৃদ্ধি আনে। এমন দিনে সোনা কেনা খুবই শুভ। এতে ঘরে ধনলক্ষ্মীর প্রবেশ হয় বলে মনে করা হয়।
Dhanteras Puja 2023 Date and Time: ধনতেরাস পালনের দিন ও তারিখ- ধন ত্রয়োদশী তিথি অর্থাৎ ধনতেরাস পড়ছে চলতি বছরের ১০ নভেম্বর। মনে করা হয়, এই দিন কোনও সোনা, রুপো বা বাসন কিনলে তা ঘরে সমৃদ্ধি আনে। এমন দিনে সোনা কেনা খুবই শুভ। এতে ঘরে ধনলক্ষ্মীর প্রবেশ হয় বলে মনে করা হয়।
advertisement
7/9
Dhanteras Puja 2023 Date and Time: ধনতেরাসের তিথি- ধনতেরাসের তিথি পড়ছে বিকেল ০৫:৪৭ মিনিট থেকে। আর তা চলবে সন্ধ্যে ৭.৪৩ মিনিট পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে কেনাকাটা করলে ঘরে সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। আর সেই তিথি দেখেই শুরু হয় ধনতেরাসের কেনার পর্ব। এই উৎসব উপলক্ষ্যে বহু জায়গাতেই দেখা যায় দীপাবলি মেলা।
Dhanteras Puja 2023 Date and Time: ধনতেরাসের তিথি- ধনতেরাসের তিথি পড়ছে বিকেল ০৫:৪৭ মিনিট থেকে। আর তা চলবে সন্ধ্যে ৭.৪৩ মিনিট পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে কেনাকাটা করলে ঘরে সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। আর সেই তিথি দেখেই শুরু হয় ধনতেরাসের কেনার পর্ব। এই উৎসব উপলক্ষ্যে বহু জায়গাতেই দেখা যায় দীপাবলি মেলা।
advertisement
8/9
Dhanteras Puja 2023 Date and Time: ধনতেরাস সময় সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে ধনতেরাস পূজার মুহূর্ত – ০৫:৪৭ থেকে ০৭:৪৩ পর্যন্ত সময়কাল - ০১ ঘন্টা ৫৬ মিনিট ১০ নভেম্বর, ২০২৩ শুক্রবার
Dhanteras Puja 2023 Date and Time: ধনতেরাস সময় সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে ধনতেরাস পূজার মুহূর্ত – ০৫:৪৭ থেকে ০৭:৪৩ পর্যন্ত সময়কাল - ০১ ঘন্টা ৫৬ মিনিট ১০ নভেম্বর, ২০২৩ শুক্রবার
advertisement
9/9
Dhanteras Puja 2023 Date and Time: প্রদোষ কাল - বিকাল ০৫:৩০ থেকে ০৮:০৮ পর্যন্ত বৃষভ কাল – বিকাল ০৫:৪৭ থেকে ০৭:৪৩ পর্যন্ত ত্রয়োদশী তিথি শুরু হয় - ১০ নভেম্বর, ২০২৩ তারিখ ১২:৩৫ পর্যন্ত ত্রয়োদশী তিথি শেষ হবে – ১১ নভেম্বর, ২০২৩-এ ০১:৫৭ পর্যন্ত
Dhanteras Puja 2023 Date and Time: প্রদোষ কাল - বিকাল ০৫:৩০ থেকে ০৮:০৮ পর্যন্ত বৃষভ কাল – বিকাল ০৫:৪৭ থেকে ০৭:৪৩ পর্যন্ত ত্রয়োদশী তিথি শুরু হয় - ১০ নভেম্বর, ২০২৩ তারিখ ১২:৩৫ পর্যন্ত ত্রয়োদশী তিথি শেষ হবে – ১১ নভেম্বর, ২০২৩-এ ০১:৫৭ পর্যন্ত
advertisement
advertisement
advertisement