আজ সন্ধ্যাতেই শুরু ধনতেরস, এই তিথিতে ঝাঁটা কেনা শুভ কেন, জানুন কারণ

Last Updated:
Dhanteras 2022: গয়না, বাসনের পাশাপাশি ধনতেরসে ঝাঁটাও কেনা হয়। ধনতেরসে ঝাঁটা কিনলেও নাকি তা সংসারের জন্য শুভ।
1/7
দীপাবলির পাঁচ দিন ব্যাপী পার্বণ উদযাপনের প্রথমেই আছে ধনতেরস বা ধনত্রয়োদশী। কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই পার্বণ। এ বছর শনিবার, আজ সন্ধ্যা ৬টা ৩ মিনিটে শুরু হচ্ছে এই বিশেষ তিথি।
দীপাবলির পাঁচ দিন ব্যাপী পার্বণ উদযাপনের প্রথমেই আছে ধনতেরস বা ধনত্রয়োদশী। কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই পার্বণ। এ বছর শনিবার, আজ সন্ধ্যা ৬টা ৩ মিনিটে শুরু হচ্ছে এই বিশেষ তিথি।
advertisement
2/7
ধনসম্পদ ও সুখসমৃদ্ধির জন্য এই তিথিতে গণেশ, লক্ষ্ণী এবং কুবেরের পুজো করা হয়। পূজিত হন দৈব বৈদ্য ধন্বন্তরিও। বিশ্বাস করা হয়, এই তিথিতেই তাঁর আবির্ভাব। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে ধন্বন্তরির উপাসনা করলে উপাসক সুস্বাস্থ্য ও সম্পদের অধিকারী হন।
ধনসম্পদ ও সুখসমৃদ্ধির জন্য এই তিথিতে গণেশ, লক্ষ্ণী এবং কুবেরের পুজো করা হয়। পূজিত হন দৈব বৈদ্য ধন্বন্তরিও। বিশ্বাস করা হয়, এই তিথিতেই তাঁর আবির্ভাব। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে ধন্বন্তরির উপাসনা করলে উপাসক সুস্বাস্থ্য ও সম্পদের অধিকারী হন।
advertisement
3/7
ধনত্রয়োদশী বা ধনতেরসে প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকেই সোনা রুপোর গয়না বা বাসনপত্র কেনেন। এই তিথিতে ধাতব জিনিস কেনা শুভ বলে মনে করা হয়।
ধনত্রয়োদশী বা ধনতেরসে প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকেই সোনা রুপোর গয়না বা বাসনপত্র কেনেন। এই তিথিতে ধাতব জিনিস কেনা শুভ বলে মনে করা হয়।
advertisement
4/7
গয়না, বাসনের পাশাপাশি ধনতেরসে ঝাঁটাও কেনা হয়। ধনতেরসে ঝাঁটা কিনলেও নাকি তা সংসারের জন্য শুভ।
গয়না, বাসনের পাশাপাশি ধনতেরসে ঝাঁটাও কেনা হয়। ধনতেরসে ঝাঁটা কিনলেও নাকি তা সংসারের জন্য শুভ।
advertisement
5/7
কিন্তু ঝাঁটার মতো জিনিসকে শুভ বলে মনে করা হয় কেন, তার পিছনেও আছে বিশেষ কারণ।
কিন্তু ঝাঁটার মতো জিনিসকে শুভ বলে মনে করা হয় কেন, তার পিছনেও আছে বিশেষ কারণ।
advertisement
6/7
ঝাঁটা আসলে স্বচ্ছতার প্রতীক। মনে করা হয়, ঝাঁটা দিয়ে সংসারের আবর্জনার পাশাপাশি দূর করা হয় সব ধরনের কলুষতাকে। সেইসঙ্গে ঝাঁটার আঘাতেই সংসার থেকে দুঃখ, দৈন্য, অভাব, কষ্ট দূর হবে বলে মনে করা হয়।
ঝাঁটা আসলে স্বচ্ছতার প্রতীক। মনে করা হয়, ঝাঁটা দিয়ে সংসারের আবর্জনার পাশাপাশি দূর করা হয় সব ধরনের কলুষতাকে। সেইসঙ্গে ঝাঁটার আঘাতেই সংসার থেকে দুঃখ, দৈন্য, অভাব, কষ্ট দূর হবে বলে মনে করা হয়।
advertisement
7/7
ভক্তদের বিশ্বাস, দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর পছন্দ করেন। তাই ঝাঁটার আঘাতে ঘর ও আঙিনা পরিষ্কার রাখাতেই সংসারের শ্রীবৃদ্ধি বলে বিশ্বাস।
ভক্তদের বিশ্বাস, দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর পছন্দ করেন। তাই ঝাঁটার আঘাতে ঘর ও আঙিনা পরিষ্কার রাখাতেই সংসারের শ্রীবৃদ্ধি বলে বিশ্বাস।
advertisement
advertisement
advertisement